Health

1 day ago

Snake Gourd Benefits: গরমে প্রত্যহ চিচিঙ্গা খান, শরীরের উষ্ণতা ঠিক থাকবে এমনকি পেট থাকবে ঠান্ডা!

Snake gourd
Snake gourd

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গ্রীষ্মকালের সবজি বলতে ঝিঙে, পটল, লাউ, কুমড়ো। এই সব মরশুমি আনাজের উপকারিতা অনেক। রোজ খেলে রোগ ভোগের হাত থেকে আপনি দূরে থাকতে পারবেন। তেমনই আরেকটি উপকারী সবজি চিচিঙ্গে। গরমের দিনে চিচিঙ্গে খেলে কী উপকারিতা মেলে, জানেন? চিচিঙ্গের মধ্যে ফাইবার, ফ্ল্যাভোনয়েড, ক্যারোটিনয়েড, ফেনোলিক অ্যাসিড, এবং প্রয়োজনীয় মিনারেল রয়েছে। ফ্যাট, কার্বোহাইড্রেটেড থেকে শুরু করে ভিটামিন এ, ই, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক সব কিছুই পাওয়া যায় এই আনাজের মধ্যে।

গরমে চিচিঙ্গা খাবার উপকারিতা: গরমকালে যেমন তাপমাত্রা বাড়ে, তেমনই রোগও বাড়তে থাকে। জলবাহিত রোগের সংখ্যা বেশিই। আর তার মধ্যে অন্যতম হল জন্ডিস। জন্ডিস হলে রক্তে বিলিরুবিনের মাত্রা কমে যায় এবং একাধিক সমস্যা দেখা দেয়। সেই পরিস্থিতিতে চিকিৎসকেরা এই সব হালকা খাবার খাওয়ার পরামর্শ দেন। চিচিঙ্গের তৈরি খাবার এই সময় দারুণ কার্যকরী।

এছাড়াও নিত্যদিনের খাদ্যতালিকায় চিচিঙ্গে রাখলে এটি হজম স্বাস্থ্যকে উন্নত করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। যেহেতু চিচিঙ্গের মধ্যে দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবার রয়েছে, তাই এই আনাজ আমাদের শরীরকে নানা উপায়ে উপকৃত করে। যাঁরা টাইপ-২ ডায়াবেটিসে ভুগছেন কিংবা রোজ পেট গণ্ডগোল লেগেই রয়েছে, তাঁদের জন্য দারুণ উপকারী এই চিচিঙ্গে।

You might also like!