Country

6 hours ago

PM Modi at Uttrakhand Harsil: হারসিলে মা গঙ্গার পুজো দিলেন প্রধানমন্ত্রী, ট্রেক ও বাইক র‍্যালির সূচনা

PM Modi at Uttrakhand Harsil
PM Modi at Uttrakhand Harsil

 

হারসিল, ৬ মার্চ : উত্তরাখণ্ডের হারসিলের মুখওয়ায় মা গঙ্গার পূজার্চনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও ট্রেক ও বাইক র‍্যালির শুভ সূচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। বৃহস্পতিবার সকালেই উত্তরাখণ্ডের দেহরাদূনে পৌঁছে যান প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকে তিনি যান হারসিলের মুখওয়ায়। বরফে ঢাকা হিমালয়ের নৈসর্গিক দৃশ্য চাক্ষুস করেন প্রধানমন্ত্রী। পরে তিনি মা গঙ্গার দর্শন ও পূজার্চনা করেছেন। স্থানীয় মানুষজনের লোকনৃত্য প্রদর্শনের সময় সবার মধ্যে মিশে যান প্রধানমন্ত্রী। একটি প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। এরপরই পতাকা নেড়ে ট্রেক ও বাইক র‍্যালির শুভ সূচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

You might also like!