Country

1 day ago

Women's Day: নারী দিবসে মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর সম্মাননা ও অর্থ প্রদান

Mohan Yadav
Mohan Yadav

 

ভোপাল, ৮ মার্চ : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব রাজ্যের সমাজসেবী, নিরাপত্তা, সাহসিকতা ও শিশু কল্যাণে বিশেষ ভূমিকা রাখা মহিলাদের সম্মানিত করবেন। ভোপালের কুশাভাউ ঠাকরে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই রাজ্যস্তরীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 'লাডলি বহনা' প্রকল্পের আওতায় ১.২৭ কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এক ক্লিকের মাধ্যমে প্রায় ১৫৫২.৭৩ কোটি টাকা জমা করবেন। মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের তরফে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে 'রাষ্ট্রমাতা পদ্মাবতী পুরস্কার (২০২৩)', 'রাজমাতা বিজয়ারাজে সিন্ধিয়া সমাজসেবা পুরস্কার (২০২৩-২৪)', 'রানি অবন্তি বাই সাহসিকতা পুরস্কার (২০২৪)' এবং 'বিষ্ণু কুমার মহিলা ও শিশু কল্যাণ সমাজসেবা সম্মান (২০২৪)' প্রদান করা হবে।


You might also like!