Game

14 hours ago

Michael Bracewell: পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন ব্রেসওয়েল

Michael Bracewell
Michael Bracewell

 

ওয়েলিংটন  : আইপিএলের জন্য পাকিস্তান সিরিজে স্যান্টনার-রবীন্দ্রদের পাবে না নিউজিল্যান্ড। তাই পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন স্যান্টনারের জায়গায় মাইকেল ব্রেসওয়েল। এর আগে গত বছর এপ্রিলে তিনি পাকিস্তানের বিপক্ষেই নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার ঘরের মাঠে প্রথমবারের মতো অধিনায়কত্ব করবেন এই অলরাউন্ডার।

এই টি-২০ সিরিজ মাঠে গড়াচ্ছে আইপিএল শুরুর ৬দিন আগে। ১৬ মার্চ নিউজিল্যান্ডের হ্যাগলি ওভালে হবে সিরিজের প্রথম টি-২০। আর টি-২০ সিরিজের শেষ ম্যাচটি হবে ২৬ মার্চ। ফলে দলের প্রধান তারকাদের আইপিএলে ছেড়ে দিয়েই দল সাজাতে হচ্ছে কিউইদের। আইপিএলের জন্য অধিনায়ক স্যান্টনার, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র এবং বেভন জ্যাকবস এই সিরিজে খেলছেন না।

You might also like!