kolkata

3 hours ago

Abhishek Banerjee: ভোটার তালিকা নিয়ে তৃণমূল ভবনের বৈঠকে গরহাজির অভিষেক

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

কলকাতা, ৬ মার্চ : ভোটার তালিকা খতিয়ে দেখতে গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের তৃণমূলের মহাসমাবেশ থেকে বড় একটি কমিটি গড়ে দিয়েছিলেন দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই কমিটি প্রথম বৈঠকে বসে। কিন্তু তৃণমূল ভবনের সেই বৈঠকে গরহাজির রইলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সর্বোচ্চ স্তরের দ্বন্দ্ব নিয়ে মাঝে মাঝেই খবর হয়েছে। নেতাজি ইন্ডোরের মহাসমাবেশে অভিষেক বক্তৃতা করেছিলেন। সেই বক্তৃতার বেশ কিছু অংশে স্বয়ং মমতা ‘সিলমোহর’ দিয়েছিলেন। তার পরে তৃণমূলের অনেকেরই ধারণা ছিল, সর্বোচ্চ স্তরের দ্বন্দ্ব মিটে গিয়েছে। বস্তুত, শাসক শিবিরের অন্দরে অনেকেই বলছিলেন, ‘শৈত্য’ কেটে গিয়েছে। কিন্তু সেই সমাবেশের আট দিনের মাথায় মমতার গঠিত কমিটির প্রথম বৈঠকে অভিষেকের অনুপস্থিতি শাসকদলের ভিতরে আবার নতুন জল্পনার জন্ম দিয়েছে।

কেন অভিষেক এলেন না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত এক ‘প্রবীণ’ নেতা আবার বলেছেন, ‘‘কে এলেন, কে এলেন না জানি না। তবে যিনি আসবেন না, তাঁকে পিছিয়ে পড়তে হবে।’’ মমতার গঠিত কমিটিতে প্রথম নাম ছিল রাজ্য সভাপতি সুব্রত বক্সীর। দ্বিতীয় নামটিই ছিল অভিষেকের। কিন্তু অভিষেক কমিটির প্রথম বৈঠকে রইলেন না।

You might also like!