Country

1 day ago

Meghalaya Issues Alert: অসমে উচ্ছেদ অভিযান, মেঘালয়ে সতর্কতা জারি, উচ্চস্তরীয় বৈঠক মুখ্যমন্ত্রী কনরাডের

Eviction drive Assam prompts alert in Meghalaya
Eviction drive Assam prompts alert in Meghalaya

 

শিলং, ২৪ জুলাই  : অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অসম সরকারের উচ্ছেদ অভিযান যত তীব্র হচ্ছে, তত উদ্বেগ বাড়ছে প্রতিবেশী রাজ্যগুলিতে। অসমের ধুবড়ি, গোয়ালপাড়া প্রভৃতি জেলার পর এবার মেঘালয়ের সীমান্তবর্তী কারবি আংলঙেও শুরু হয়েছে অবৈধ অভিবাসী তথা জবরদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান। এমতাবস্থায় মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কঙ্খল সাংমা মেঘালয়-অসম আন্তঃরাজ্য সীমান্তে নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা পর্যালোচনার উদ্দেশ্যে রাজ্যের সমস্ত জেলাশাসকদের নিয়ে এক উচ্চস্তরের বৈঠক করেছেন।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত উচ্চস্তরীয় বৈঠকে মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা সব জেলাশাসকের সঙ্গে ভার্চুয়ালি বার্তালাপ করে অসমে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান উচ্ছেদ সম্পর্কে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায় অবৈধ চলাচল এবং অনুপ্রবেশ রোধে জেলাশাসক তথা জেলা প্রশাসন, সংশ্লিষ্ট জেলার পুলিশ প্রশাসন, গ্রামপ্রধান, এনজিও, গ্রাম রক্ষী দল (ভিডিপি) এবং সীমান্ত নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী সাংমা রাজ্যের সমস্ত জেলাশাসকদের অতি সতর্কতা অবলম্বন করে অসম থেকে উচ্ছেদিত অবৈধ অভিবাসীদের সম্ভাব্য আগমন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় দিবারাত্র নিবিড় পর্যবেক্ষণ করতে যাতে যে কোনও অননুমোদিত প্রবেশ রোধ করা যায়। বৈঠকে মুখ্যমন্ত্ৰী জানান, ইতিমধ্যে সীমান্তরক্ষী বাহিনীও (বিএসএফ) আন্তঃরাজ্য সীমান্তে নজরদারি জোরদার করেছে। গত কয়েক সপ্তাহে মেঘালয়ে কৰ্তব্যরত বিএসএফ সদস্যরা বেশ কয়েকজন অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করেছে। মামলা বুঝে কিছু কিছু বাংলাদেশিকে তাদের দেশে পুশব্যাক করা হয়েছে, আবার বেশ কয়েকজনকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

উচ্চস্তরীয় বৈঠকের পর-পর রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব (গৃহ) শাকিল পি আহমেদ এক নির্দেশিকা জারি করেছেন। গৃহ দফতরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্যসচিব তাঁর নির্দেশিকায় বলেছেন, ‘অসম সরকার কর্তৃক অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান উচ্ছেদ অভিযানের পরিপ্রেক্ষিতে এবং এর ফলে রাজ্যে (মেঘালয়) বাস্তুচ্যুতদের সম্ভাব্য আগমন রোধ করতে সব জেলাশাসককে অতি-সতর্ক থাকতে বলা হয়েছে। সম্ভাব্য অনুপ্রবেশ রোধ করে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হচ্ছে।’

You might also like!