নয়াদিল্লি, ২৮ জুলাই : বিহারে এসআইআর-সহ বিভিন্ন ইস্যুতে কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদদের তুমুল হইহট্টগোলের কারণে সোমবার শুরুতেই উত্তাল সংসদ। ব্যাপক হইচইয়ের কারণে দুপুর বারোটা পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে।
সোমবার বেলা এগারোটা থেকে শুরু হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। তার আগে সংসদ ভবন চত্বরে এসআইআর ইস্যুতে বিক্ষোভ দেখান ইন্ডি জোটের নেতারা। উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলেনতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।
পরে লোকসভার অধিবেশন শুরু হলেও, স্লোগান দিতে থাকেন বিরোধীরা। একই চিত্র ছিল রাজ্যসভাতেও। তুমুল হইচইয়ের জন্য লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।