প্রয়াগরাজ, ২১ জুলাই : শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বাবা ভোলনাথের জলাভিষেক করতে শিব মন্দিরে ভক্তদের ভিড়। প্রয়াগরাজের বিশ্ব বিখ্যাত ব্রহ্মেশ্বর মহাদেব মন্দিরের কাছে দশাশ্বমেধ ঘাট থেকে জল ভরে ভক্তদের দল বম-বম ভোলেনাথ স্লোগান দিয়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে। ভক্তদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঘাটগুলিতে ভারী পুলিশ বাহিনী, জল পুলিশ এবং ডুবুরি মোতায়েন করা হয়েছে। এছাড়াও ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
শ্রাবণের দ্বিতীয় সোমবার ভোর থেকেই শহরের নাগবাসুকি, ব্রহ্মেশ্বর মহাদেব, ললিতেশ্বর মহাদেব, মানকামেশ্বর মহাদেব, কোটেশ্বর মহাদেব, পাণ্ডেশ্বর মহাদেব, নাগেশ্বর মহাদেব, শিবকুটি মন্দির, ফুটা হবন মহাদেব মন্দির সহ সকল শিব মন্দিরে দেবাধিষদেব মহাদেবের জলাভিষেক করতে ভক্তদের ভিড়। এর পাশাপাশি, সুষ্ঠু যান চলাচল নিশ্চিত করার জন্য প্রধান মোড়ে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।