Country

6 hours ago

Kiren Rijiju: জাতীয় স্বার্থ বিরোধী মন্তব্য থেকে বিরত থাকা উচিত কংগ্রেসের, কিরেন রিজিজু

Kiren Rijiju
Kiren Rijiju

 

নয়াদিল্লি, ২৮ জুলাই : জাতীয় স্বার্থ বিরোধী মন্তব্য থেকে বিরত থাকা উচিত কংগ্রেসের। সোমবার কংগ্রেসের কাছে এই অনুরোধ জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেছেন, "ভারতীয় জনগণের ইচ্ছেতেই প্রধানমন্ত্রী ভারতীয় সেনাবাহিনীর মাধ্যমে অপারেশন সিঁদুর শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সোমবার লোকসভায় পহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা শুরু হবে। আমি বিরোধী দল, বিশেষ করে কংগ্রেসকে অনুরোধ করছি, ভারতের স্বার্থের ক্ষতি করে এমন কিছু না করার এবং পাকিস্তানের ভাষায় কথা না বলার জন্য।"

কিরেন রিজিজু আরও বলেছেন, "আমাদের সচেতন থাকতে হবে। আমাদের ভারতীয় সশস্ত্র বাহিনীর মর্যাদা বজায় রাখতে হবে। কংগ্রেস এবং বিরোধী দলগুলির এমন কিছু বলা উচিত নয় যা জাতীয় স্বার্থের ক্ষতি করতে পারে। তারা ভারতের বিরুদ্ধে যা-ই কথা বলুক না কেন, পাকিস্তানিরা এবং বাইরের ভারতের শত্রুরা তা ব্যবহার করে।"


You might also like!