Country

6 hours ago

Akhil Bharatiya Pratinidhi Sabha of RSS: বেঙ্গালুরুতে সঙ্ঘের অখিল ভারতীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে ২১-২৩ মার্চ

Akhil Bharatiya Pratinidhi Sabha of RSS
Akhil Bharatiya Pratinidhi Sabha of RSS

 

নয়াদিল্লি, ৬ মার্চ: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অখিল ভারতীয় প্রতিনিধি সভা ২১ থেকে ২৩ মার্চ বেঙ্গালুরুর চেন্ননহল্লির জনসেবা বিদ্যা কেন্দ্রে আয়োজিত হবে। এটি সঙ্ঘের সর্বোচ্চ নীতি নির্ধারক এবং এটি প্রতি বছর হোলি উৎসবের আশপাশে হয়ে থাকে।

সঙ্ঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর  বলেন যে, সভায় ২০২৪-২৫ এর কার্যবিবরণী উপস্থাপন করা হবে। চলতি বছরের বিজয়াদশমী-তে সঙ্ঘের শতবর্ষ পূর্ণ হচ্ছে। এইজন্য, ২০২৫ থেকে ২০২৬ সালের বিজয়াদশমী পর্যন্ত সঙ্ঘের শতবর্ষ হিসাবে বিবেচনা করা হবে। তিনি আরও বলেন, বৈঠকে সঙ্ঘের শতবর্ষের কাজের পরিধি পর্যালোচনার পাশাপাশি আসন্ন শতবর্ষ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি, অনুষ্ঠান ও প্রচারণার রূপরেখা প্রণয়ন করা হবে। বৈঠকে জাতীয় বিষয়ে দুটি প্রস্তাব বিবেচনা করা হবে। এছাড়াও, সংঘের শাখাগুলির দ্বারা প্রয়োজনীয় সামাজিক পরিবর্তনের কাজ সহ পঞ্চ পরিবর্তনের প্রচেষ্টার আলোচনা বিশেষভাবে প্রত্যাশিত। হিন্দুত্ব জাগরণ-সহ দেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপের আলোচনাও সভার বিষয় তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে এবং সকল সহ-সরকার্যবাহ এবং কার্যকারিণী সদস্যরা উপস্থিত থাকবেন। নির্বাচিত প্রতিনিধি, প্রান্ত ও ক্ষেত্র পর্যায়ের ১৪৮০ জন কার্যকর্তা উপস্থিত থাকতে পারেন। সঙ্ঘের দ্বারা অনুপ্রাণিত বিভিন্ন সংগঠনের জাতীয় সভাপতি, সাধারণ সম্পাদকরাও উপস্থিত থাকবেন।

You might also like!