পঞ্চকুলা, ১৩ মার্চ : বুধবার রাতে পঞ্চকুলায় ১৫-তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫- এর ফাইনালে ঝাড়খণ্ড ৪-৩ শ্যুটআউটে জয়ের মাধ্যমে হরিয়ানাকে পরাজিত করেছে। চ্যাম্পিয়নদের হয়ে প্রমোদনী লাকরা ৪৪ মিনিটে একটি গোল করেন এবং হরিয়ানার হয়ে অধিনায়ক রানী রামপাল ৪২ মিনিটে গোল করেন। চার কোয়ার্টার শেষে দুই দলের খেলা ১-১ সমতায় ছিল।
শ্যুটআউটে রজনী কেরকেত্তা, নিরালি কুজুর, বিনিমা ধন এবং ক্যাপ্টেন আলেবলা রানি টপ্পো গোল করেন। শ্যুটআউটে হরিয়ানার হয়ে পিঙ্কি, আন্নু এবং মনীষা গোল করেন, কিন্তু ঝাড়খণ্ডের গোলরক্ষক অঞ্জলি ভিঞ্জিয়া দুটি গুরুত্বপূর্ণ সেভ করে জয় নিশ্চিত করেন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে, মিজোরাম মহারাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেয়। মিজোরামের হয়ে দেবিকা সেন ৬ মিনিটে প্রথম গোলটি করেন। এরপরই অশ্বিনী কোলেকার মহারাষ্ট্রকে সমতায় ফেরান। ৫৯ মিনিটে মঞ্জু চোরসিয়া ফিল্ড গোল করে মিজোরামকে পদক এনে দেন।