কলকাতা, ৩ মার্চ : কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে একটু একটু করে তাপমাত্রা বেড়েই চলেছে, বসন্তেই অনুভূত হচ্ছে গরমের অস্বস্তি। সোমবার কলকাতার নূন্যতম তাপমাত্রা বেড়ে ২৪.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি বেশি। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই গরমের অস্বস্তিও অনুভূত হচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৫-৬ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেও। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সুতরাং, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে, তা বলাইবাহুল্য।