নয়াদিল্লি, ২২ জুলাই : ভারী বৃষ্টিতে আবারও মনোরম হয়ে উঠল রাজধানী দিল্লি। মঙ্গলবার সকালে দিল্লির বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি হয়েছে সংসদ ভবন চত্বরেও। বৃষ্টিতে ছাতা মাথায় নিয়েই সংদ ভবনে প্রবেশ করেন কেন্দ্রীয় মন্ত্রীরা। কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যসভার নেতা জে পি নাড্ডা ছাতা মাথায় নিয়েই সংসদে ঢোকেন।
বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে বৃষ্টির মধ্যেই সংসদে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন। বৃষ্টির মধ্যেই সংসদে এসে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। তার আগে সংসদে এসে পৌঁছন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃষ্টির সৌজন্যে দিল্লির আবহাওয়া হয়ে উঠেছে মনোরম।