Life Style News

2 days ago

International Women's Day 2025: আন্তর্জাতিক নারী দিবসে নারীদের জয়গান! নারী দিবসের কয়েকটি বিখ্যাত উক্তি যা আজও প্রাসঙ্গিক

International Women's Day 2025 (Symbolic picture)
International Women's Day 2025 (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আগামীকাল অর্থাৎ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর ৮ই মার্চ বিশ্বজুড়ে উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে মূলত এই দিনটি পালন করা হয়। লিঙ্গ বৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি বিশেষভাবে প্রাসঙ্গিক। 

> আন্তর্জাতিক নারী দিবস-এর ইতিহাসঃ  ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছিল। আমেরিকার তৎকালীন সক্রিয় সোশ্যালিস্ট পার্টি ১৫ হাজার নারীর স্মরণে এই দিনটি উদযাপন করেছিল। যারা কর্মঘন্টা কমানো, বেতন বৃদ্ধি ও ভোটাধিকারের দাবিতে নিউইয়র্কের রাস্তায় নেমেছিল। এই দিবসকে আন্তর্জাতিকভাবে পালনের চিন্তাটা মাথায় আসে নারী অধিকার নিয়ে কাজ করা আইনজীবী ও সমাজতান্ত্রিক কর্মী ক্লারা জেটকিনের। তিনি তার এই চিন্তাটা জানান ১৯১০ সালে কোপেনহেগেনে নারী শ্রমিকদের এক আন্তর্জাতিক সম্মেলনে। সেখানে ১৭টি দেশের ১০০ জন নারী উপস্থিত ছিলেন, এবং তারা সর্বসম্মতিক্রমে তার এই প্রস্তাব মেনে নেন।

সমাজে নারীর অবদান অপরিসীম। বিভিন্ন পরিস্থিতিতে নারীরা সমাজ সংস্কারকের ভূমিকায় উল্লেখযোগ্য ভাবে উঠে এসেছেন। কখনও দেশকে স্বাধীন করার কাজে,আবার কখনও জাতিকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার কাজে তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছেন নারীরা। আজকের প্রতিবেদনে দেশকাল ভেদে তেমনই কয়েকজন নারীর বিখ্য়াত উক্তি রইল! 

১) সরোজিনী নাইডুঃ বাঙালি এই নারী যোদ্ধা আজও দেশের ইতিহাসে অন্যতম স্মরণীয় নারী। দীর্ঘ উচ্চশিক্ষার পর তিনি দেশে ফিরে স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। সরোজিনী নাইডু বলেছিলেন, সুবিচার আমাদের অধিকার। তাই নিপীড়ন হলে একমাত্র আত্মমর্যাদাপূর্ণ পদক্ষেপ হল ঘুরে দাঁড়ানো। কেউ শক্তিশালী হলে সুখে ও দুঃখে দুর্বলদের রক্ষা করাই তাঁর কাজ।




২) মেরি কমঃ পাঁচবারের বিশ্ব বক্সিং চ্য়াম্পিয়ন মেরি কম। তিনি একবার বক্সিং সম্পর্কে বলেছিলেন, ‘অনেকেই বলেন বক্সিং ছেলেদের খেলা, মেয়েদের নয়। আমি ঠিক করেছিলাম, তাদের একদিন দেখিয়ে দেব। অবশেষে আমি দেখিয়ে দিয়েছি। নিজেকে প্রমাণ করেছি।’

৩) শকুন্তলা দেবীঃ ভারতীয় গনিতবিদ শকুন্তলা দেবী বলেছিলেন, ‘আমাকে কেউ চ্যালেঞ্জ জানাতে পারবে না। একমাত্র আমিই আমাকে চ্যালেঞ্জ করতে পারি।’ অর্থাৎ নিজেকে নিজে চ্যালেঞ্জ না জানালে কারও পক্ষেই তা সম্ভব নয়।

৪) মালাল ইউসুফজাইঃ  বিশ্বশান্তির অন্যতম প্রতীক মালালা ইউসুফজাই। সন্ত্রাসবিরোধী এই তরুণী একবার বলেন, সারা বিশ্বে তিনটি শক্তি রয়েছে। একটি হল তলোয়ারের শক্তি। তবে এর থেকে বেশি শক্তিশালী কলম। আর এই দুইয়ের থেকেও বেশি শক্তিশালী হল নারী।

৫) গ্লোরিয়া স্টেইনম্যানঃ  মার্কিন সাংবাদিক ও সমাজকর্মী গ্লোরিয়া বলেন, ‘আমরা আমাদের মেয়েদের ছেলের মতো মানুষ করা শুরু করেছি। কিন্তু খুব কম লোকই ছেলেদের মেয়ের মতো করে মানুষ করে তুলতে পারেন।’

৬) সাইনা নেহওয়ালঃ বিশ্ববিখ্য়াত ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল বলেছিলেন, লক্ষ্য অর্জন করতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। এমন কিছু করতে হবে যা অন্যদের থেকে আলাদা করে তোলে। নিজের ক্ষেত্রে নিজের সর্বাধিকটা করে যেতে হবে।

You might also like!