মুম্বই, ৮ মার্চ : আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান জানিয়ে এক অনন্য উদ্যোগ নিয়েছে মধ্য রেল। শনিবার মধ্য রেলের সমস্ত ট্রেন মহিলাদের দ্বারা চালিত হয়েছে। সিএসএমটি-শিরডি বন্দে ভারত ট্রেনের সমস্ত ক্রু ছিলেন মহিলা, যার মধ্যে লোকো পাইলট, সহকারী লোকো পাইলট, ট্রেন ম্যানেজার, টিসি এবং ট্রেন হোস্টেস সবাই মহিলা। লোকো পাইলট (সেন্ট্রাল রেলওয়ে মুম্বই) সুরেখা শঙ্কর যাদব বলেন, "শনিবার বন্দে ভারত ট্রেন পরিচালনা করছেন মহিলারা। সমস্ত ক্রু মহিলা। আমি খুশি যে আমি এই টিমের অংশ হওয়ার সুযোগ পেয়েছি। আমি সমস্ত মহিলাকে নারী দিবসের শুভেচ্ছা জানাই।"