Country

3 days ago

Rahul Gandhi: শর্তসাপেক্ষে বিজেপির স্পিকারকে সমর্থন দিতে রাজি কংগ্রেস: রাহুল

Congress willing to support BJP Speaker with conditions: Rahul
Congress willing to support BJP Speaker with conditions: Rahul

 

নয়াদিল্লি, ২৫ জুন: নতুন সরকার গঠনের পর সোমবার সংসদের অধিবেশন শুরু হয়েছে। তার পরদিনই এবার স্পিকার পদ নিয়ে সরকার-বিরোধীদের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। লোকসভা স্পিকার পদে এবার এনডিএ জোটের প্রার্থী ওম বিড়লা।

রাহুল মঙ্গলবার সাংবাদিকদের জানান, ওম বিড়লাকে যাতে বিরোধীরা সমর্থন করে সেই আর্জি নিয়ে রাজনাথ সিং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ফোন করেন। ফোনে রাজনাথ সিং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে বলেন, ইন্ডি জোট যাতে ওম বিড়লাকে সমর্থন করেন, সে বিষয়টি দেখার জন্য। রাজনাথ সিংয়ের প্রস্তাবে সম্মতি জানান মল্লিকার্জুন খাড়গে। তবে সেইসঙ্গে খাড়গে একটি শর্তও আরোপ করেন বলে দাবি রাহুলের। তিনি বলেন, ওম বিড়লাকে স্পিকার পদে তাঁরা সমর্থন করতে রাজি। কিন্তু ডেপুটি স্পিকার পদে রাখতে হবে বিরোধী দলের কাউকে। যদিও এই বিষয়ে সরকার ও বিরোধীপক্ষের কোনও ঐকমত্য হয়েছে কিনা জানাননি রাহুল।

You might also like!