Country

2 days ago

Karnatak: কর্ণাটকের হাভেরিতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা টেম্পো ট্রাভেলারের, ৩ শিশু-সহ মৃত্যু ১৩ জনের

Tempo Traveler hit a lorry standing at Haveri in Karnataka
Tempo Traveler hit a lorry standing at Haveri in Karnataka

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কর্ণাটকের হাভেরি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারল একটি টেম্পো ট্রাভেলার। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট ১৩ জনের, মৃত ১৩ জনের মধ্যে ৩টি শিশু রয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে ব্যাদাগি তালুকের অন্তর্গত গুন্দেনহাল্লি ক্রসিংয়ে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোররাত ৩.৪৫ মিনিট নাগাদ হাভেরি জেলার ব্যাদাগিতে জাতীয় সড়ক ৪৮-এর পাশে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে একটি টেম্পো ট্রাভেলার। টেম্পো ট্রাভেলারে মোট ১৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১১ জন দুর্ঘটনাস্থলেই মারা যান এবং দু''জনকে হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয়। আহত চারজনের মধ্যে দু''জন হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।


You might also like!