Country

4 days ago

NET-PG exam postponed on Sunday:রবিবার স্থগিত নিট-পিজি পরীক্ষা

NET-PG exam postponed on Sunday
NET-PG exam postponed on Sunday

 

নয়াদিল্লি, ২৩ জুন : নিট-ইউজি, নেট-ইউজিসি কান্ডের মধ্যেই রবিবার স্থগিত হয়ে গেল নিট-পিজি পরীক্ষা। রবিবার পরীক্ষা হওয়ার কথা ছিল নিট-পিজির। কিন্তু তা হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ফের কবে এই পরীক্ষা নেওয়া হবে তা এখনও জানানো না হলেও, বলা হয়েছে খুব দ্রুত তারিখ ঘোষণা করা হবে। পরীক্ষা স্থগিত করার কারণ হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, পরীক্ষায় যাতে কোনও রকম অনিয়ম না হয় তা নিশ্চিত করতেই আপাতত এই পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবারই দেশের সব বড় মাপের পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। যে কমিটি গঠন করা হয়েছে সেটি নিট, নেট-সহ যাবতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষায় স্বচ্ছতা আনতে প্রয়োজনীয় পরামর্শ দেবে। একইসঙ্গে ন্যাশনাল টেস্টিং এজেন্সির যাবতীয় কার্যক্রম খতিয়ে দেখার দায়িত্বও তাঁদের ওপর দেওয়া হয়েছে।


You might also like!