kolkata

3 days ago

Dumdum Park :পাইপ লাইন ফেটে ‘ফোয়ারা’!জল না পাওয়ার আশঙ্কা দমদম পার্ক এলাকায়

Dumdum Park
Dumdum Park

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সকাল-সকাল  শহরের রাস্তায় ফোয়ারার উত্থান।জলের পাইপ লাইন ফেটে গিয়ে চরম ভোগান্তিতে দমদম পার্ক এলাকার বাসিন্দারা। গলগল করে বেরিয়ে যাচ্ছে পানীয় জল। দ্রুত বেগে জল বেরিয়ে যাওয়ার ফলে এলাকার সাধারণ মানুষ পানীয় জল পাবেন কিনা সেই আশঙ্কায় তৈরি হয়েছে।।

দমদম পার্কের যোশোর রোড কানেক্টরে এই ঘটনা ঘটেছে। যার জেরে দক্ষিণ দমদম পৌরসভার বিস্তীর্ণ এলাকার মানুষ খাবার জল পাবেন কি না আশঙ্কায় ভুগছেন ।সেখান থেকে দুতলা বাড়ির সমান উঁচুতে জল উঠতে শুরু করে। পানীয় জল বেরিয়ে যাওয়ার ফলে দক্ষিণ দমদম পুরসভার বিস্তীর্ণ এলাকার মানুষ জল পাবেন কিনা এই আশঙ্কায় ভুগছেন এলাকাবাসী। অবিলম্বে ওই পাইপ লাইন সারাই করার দাবি তুলছেন সাধারণ মানুষ। খবর দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভাকে। 

এদিকে এই ফোয়ারার মতো জল বেরনোয় গোটা রাস্তায় জলমগ্ন হয়ে পড়ছে। ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা। আশপাশের দোকানদাররা দোকান খুলতে পারছেন না। স্থানীয় বাসিন্দাদের কথায়, “এটা আমাদের যাতায়াতের রাস্তা। ভীষণ অসুবিধা হচ্ছে। রাস্তায় বের হলে জামা-জুতো ভিজে যাচ্ছে। ধোঁয়ার মতো জল পড়ছে, চোখে দেখতে পাচ্ছি না।” তাদের আরও দাবি, এটা নিজে থেকে হয়েছে। কারও দোষ নেই। পুরসভা দ্রুত মেরামতি শুরু করুক। 


You might also like!