Country

1 week ago

J P Nadda visits Nirman Bhavan :নির্মাণ ভবনে বিভিন্ন দফতর ঘুরে দেখলেন নাড্ডা, কথা বললেন কর্মীদের সঙ্গে

J P Nadda visits Nirman Bhavan
J P Nadda visits Nirman Bhavan

 

নয়াদিল্লি, ২০ জুন : দিল্লির নির্মাণ ভবনে বিভিন্ন দফতর ঘুরে দেখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। বিভিন্ন দফতর ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন আধিকারিক ও কর্মীদের সঙ্গেও। বিভিন্ন দফতর ঘরে দেখার পর নাড্ডা বলেছেন, "আমি স্বাস্থ্য মন্ত্রক, নির্মাণ ভবন পরিদর্শন করেছি। আমি প্রতিটি বিভাগে গিয়ে সেখানকার কাজের মূল্যায়ন করেছি। আমিও হেলথ অবজারভেটরি, সেন্ট্রাল রেজিস্ট্রি, রেকর্ড রুম, ক্যান্টিনে গিয়ে সব জায়গায় ব্যবস্থা দেখেছি। আমি সমস্ত আধিকারিকদের সঙ্গেও মতবিনিময় করেছি এবং সকল বিভাগের কাজ সম্পর্কে অবগত হয়েছি।"

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী নাড্ডা আরও বলেছেন, "আমি সবাইকে নাগরিক-বান্ধব দৃষ্টিভঙ্গি এবং সেবার অনুভূতি নিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছি। সকল আধিকারিক বলেছেন, তাঁরা জনস্বার্থে যথাসম্ভব কাজ করবেন। আমি তাঁদের দায়িত্ব পালনে সতর্ক ও পরিশ্রমী হওয়ার পরামর্শ দিয়েছি। আমি অধিকারিকদের সঙ্গে তাপপ্রবাহ নিয়েও আলোচনা করেছি এবং কেন্দ্রীয় সরকার এই বিষয়ে সমস্ত হাসপাতালে নির্দেশ জারি করেছে। আমি জনসাধারণকে তরল খাবারের উপর বিশেষ মনোযোগ দেওয়ার জন্য, ডিহাইড্রেশন এড়াতে আরও বেশি করে জল পান করার জন্য অনুরোধ করছি।"


You might also like!