Country

3 days ago

Kumbha Mela: AI ভিড় সামলাবে কুম্ভ মেলার! প্রশাসনকে তৈরি হতে নির্দেশ যোগীর

AI at Kumbha Mela (File Picture)
AI at Kumbha Mela (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবার ভিড় সামলানোর জন্য ব্যবহৃত হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন বিখ্যাত কুম্ভ মেলার সময়েই নয়া প্রযুক্তি ব্যবহৃত হবে বলে। তিনি  ইতিমধ্যেই রাজ্য পুলিশকে এআই প্রযুক্তি শিখে নিতেও নির্দেশ দিয়েছেন। 

২০২৫ সালের কুম্ভ মেলার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে উত্তরপ্রদেশ। সেই জন্য মঙ্গলবার নিজের বাসভবনে শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন যোগী। সেখানেই উঠে আসে কুম্ভ মেলার ভিড় সামলানোর বিষয়টি। যোগীর মতে, ভারতের ধর্ম আর সংস্কৃতির মেলবন্ধন হয় কুম্ভ মেলায়। প্রতি বছরই অনুমানের তুলনায় কুম্ভ মেলায় ভিড় অনেক বেশি হয়। তাই অতিথিদের নিরাপত্তা এবং সুবিধার দিকে নজর রাখা দরকার।


You might also like!