Country

2 days ago

Maharashtra:মহারাষ্ট্রে মহিলাদের মাসিক দেড় হাজার টাকা করে ভাতা-র ঘোষণা সরকারের

The government has announced a monthly allowance of 1500 rupees for women in Maharashtra
The government has announced a monthly allowance of 1500 rupees for women in Maharashtra

 

মুম্বই  : এনডিএ শাসিত মহারাষ্ট্রে এবার চালু হল মহিলাদের মাসিক ভাতা দেওয়ার প্রকল্প। মহারাষ্ট্রের মহিলা ভোটারদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের এনডিএ সরকারের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। প্রকল্পের নাম ' মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন'। বাংলায় যার অর্থ 'আমার প্রিয় বোন'।

এই প্রকল্পের আওতায় মহারাষ্ট্রের প্রত্যেক মহিলাকে মাসিক দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। এমন কথাই শুক্রবার মহারাষ্ট্র বিধানসভার অধিবেশনে ঘোষণা করেন রাজ্যের উপ–মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। জুলাইয়ের ১ তারিখ থেকেই এই ভাতা কার্যকর হবে মহারাষ্ট্রের মহিলাদের জন্য।

You might also like!