Country

2 days ago

Amit Shah : দিল্লি নয়; নতুন ফৌজদারি আইনে প্রথম মামলা গোয়ালিয়রে, জানালেন অমিত শাহ

Amit Shah (symbolic picture)
Amit Shah (symbolic picture)

 

নয়াদিল্লি,২ জুলাই ঃ দিল্লি নয়, নতুন ফৌজদারি আইনে প্রথম মামলা নথিভুক্ত হয়েছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। সোমবার এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার জানিয়েছেন, প্রথম মামলাটি হয়েছে গোয়ালিয়রের একটি থানায়, সেটি একটি চুরির মামলা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করেছেন, নতুন ফৌজদারি আইনের অধীনে প্রথম মামলা গোয়ালিয়রে নথিভুক্ত করা হয়েছে। অর্থাৎ, দিল্লির কমলা মার্কেট থানায় দায়ের হওয়া মামলাটি নতুন ফৌজদারি আইনের অধীনে প্রথম মামলা নয়। তিনি বলেছেন, "প্রথম মামলা (নতুন আইনের অধীনে) গোয়ালিয়রের একটি থানায় নথিভুক্ত করা হয়েছে। এটি একটি চুরির মামলা ছিল, কারও মোটরসাইকেল চুরি হয়েছিল। মামলাটি রাত ১২.১০ মিনিটে নথিভুক্ত করা হয়েছিল।" দিল্লির মামলা প্রসঙ্গে অমিত শাহ বলেছেন, যেহেতু একজন বিক্রেতার বিরুদ্ধে মামলা (দিল্লির একটি থানায় নথিভুক্ত) সম্পর্কিত, এর আগেও একই বিধান ছিল এবং এটি নতুন বিধান নয়। পুলিশ সেই বিধান অনুযায়ী পর্যালোচনা করে এবং সেই মামলাটি খারিজ করে দিয়েছে।"

You might also like!