Country

2 days ago

CBI probe in Hathras case :হাথরাসের ঘটনায় উঠল সিবিআই তদন্তের দাবি, এলাহাবাদ হাইকোর্টে জনস্বার্থ মামলা

CBI probe in Hathras case to be monitored by Allahabad HC, says SC
CBI probe in Hathras case to be monitored by Allahabad HC, says SC

 

হাথরাস, ৩ জুলাই : উত্তর প্রদেশের হাথরাসে পদপিষ্ট হয়ে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনায় উঠল সিবিআই তদন্তের দাবি। এই দাবি জানিয়েছেন আইনজীবী গৌরব দ্বিবেদী। এই মর্মে এলাহাবাদ হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের করেছেন তিনি। হাথরাসে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছেন আইনজীবী গৌরব দ্বিবেদী।

উল্লেখ্য, হাথরাসে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১১৬। বহু মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একাধিক ধারায় এফআইআর রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১০, ১২৬(২), ২২৩ ও ২৩৮ নম্বর ধারার অধীনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। দেবপ্রকাশ মধুকর যাকে 'মুখ্য সেবাদার' বলে উল্লেখ করা হয়েছে এবং ধর্মীয় অনুষ্ঠানের অন্যান্য আয়োজকদের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করা হয়েছে।

You might also like!