কলকাতা, ২৭ জানুয়ারি : সাবেক পূর্ববঙ্গের সন্তোষ জমিদার পরিবারের সুসন্তান কুণাল রায়চৌধুরী রবিবার ভূষিত হলেন ‘ময়মনসিংহ রত্ন’ অভিধায়। রবিবার ময়মনসিংহ প্রাক্তনী আয়োজিত ২৮তম বার্ষিক প্রীতি সন্মেলন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডঃ ত্রিগুনা সেন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো। সেখানেই ময়মনসিংহ প্রাক্তনীর পৃষ্ঠপোষক সদস্য, প্রাক্তন সাংসদ জহর সরকার এই সম্মাননা দেন। অনুষ্ঠানে তপন কুমার রায় ও সংগঠনের সহ-সভাপতি দেবব্রত গোস্বামীকে ‘জীবন-কৃতি সম্মাননায়’ ভূষিত করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক প্রতনু কুমার লাহিড়ী তাঁর স্বাগত ভাষণে প্রজাতন্ত্র দিবসের ৭৫ বছর পূর্তি, বন্দে মাতরমের সার্ধশতবর্ষ, সলিল চৌধুরীর জন্মশতবর্ষ ও ময়মনসিংহ প্রাক্তনীর কাজের ইতিবৃত্ত জানান।সঞ্চালনায় ছিলেন দেবব্রত গোস্বামী। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা ডঃ বিজয়া গোস্বামী প্রমুখ।এছাড়াও এইদিন কলকাতার ডিসান হাসপাতালের পৃষ্ঠপোষকতায় প্রাক্তনীর সদস্য-সদস্যাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন ও প্রবীণ সদস্য-সদস্যাদের সংবর্ধনা দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কারের পৃষ্ঠপোষকতা করেন প্রাক্তনীর অন্যতম সহ-সভাপতি ডাঃ শিবদত্ত চৌধুরী। পরিশেষে ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্রীড়া ও লটারি প্রতিযোগিতার পুরস্কার বিতরণের পর সদস্যদের ধন্যবাদ জানান উদ্যোক্তাদের সহ-সভাপতি নিরঞ্জন রায়।