Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Tripura

5 months ago

Manik Sarkar: তিপ্রা মথা প্রতারণা না করলে বিজেপি সরকারেই আসতে পারত না : মানিক সরকার

Manik Sarkar
Manik Sarkar

 

আগরতলা  : রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলায় জনসমাবেশ করার জন্য সিপিআইএম কোন মাঠই পাচ্ছে না৷ একটার পর একটা মাঠ মিলবে না বলে জানিয়ে দিচ্ছে প্রশাসন৷ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার বলেন, এভাবে মানুষকে আটকে রাখা যাবে না৷ সমাবেশ আমরা করবই৷ সিপাহীজলা জেলার গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা এলাকায় সিপিআইএম এর এক অসুস্থ প্রবীণ নেতাকে দেখতে যান মানিক সরকার৷ সেখানে তিনি সাংবাদিকদের সাথে কথা বলার সময় অভিযোগ করেন, ১৮ এর নির্বাচনে বিজেপি যে মিথ্য প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তা নির্বাচন শেষ হওয়ার এক দেড় বছরের মধ্যেই মানুষ বুঝতে পেরেছেন৷ ২৩ এর নির্বাচনে তিপ্রা মথা যদি প্রতারণা না করত তাহলে বিজেপি সরকারেই আসতে পারত না৷ মূলত ২০-২২টি আসনের বেশী প্রকৃতপক্ষে বিজেপি পায়নি৷

প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আরও বলেন, শাসক দলের মধ্যে একটি ভীতি সঞ্চার হয়েছে৷ তাই সিপিআইএমের সভা, সমাবেশ, জমায়েত, মিছিল, মিটিং এগুলিকে যাতে দাবিয়ে রাখতে পারে এর জন্য চেষ্টা করছে৷ তিনি বলেন, মানুষের জ্বালা যন্ত্রণা দূর করতে হবে৷ আয় উপার্জনের ব্যবস্থা করতে হবে৷ ছেলেমেয়েদের পড়াশুনার ব্যবস্থা করতে হবে৷ হাসপাতালে চিকিৎসার সুযোগ চাই৷ এগুলি সবকিছু হরণ করা হয়েছে৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারছেন চুপচাপ ঘরে বসে থাকলে সমস্যার সমাধান হবে না৷ আস্তে আস্তে মুখ খুলতে হবে৷ বেরুতে হবে এবং প্রতিবাদে সোচ্চার হতে হবে৷

You might also like!