Country

2 days ago

Hathras stampede : হাথরাসে মৃত্যু-মিছিল : একাধিক আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা

Hathras stampede (symbolic picture)
Hathras stampede (symbolic picture)

 

নয়াদিল্লি, ৩ জুলাই ঃ ধর্মীয় অনুষ্ঠানে মৃত্যু মিছিল! উত্তর প্রদেশের হাথরাসে পদপিষ্টের ঘটনায় দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। কীভাবে একটি ছোট পরিসরে বিপুল সংখ্যক পুণ্যার্থীদের সমাগমের অনুমতি দিয়েছিল প্রশাসন? তা নিয়ে প্রশ্ন উঠছে। উত্তর প্রদেশ পুলিশ একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। যদিও ধর্মগুরু নারায়ণ সাকার হরির (ভোলে বাবা) বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করেনি পুলিশ। সেই বিষয়েও উঠছে প্রশ্ন। এদিকে হাথরাসের পদপিষ্টের ঘটনার রেশ পৌঁছল সুপ্রিম কোর্টে। এক আইনজীবীর তরফে মামলা দায়ের করা হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে।

মামলাকারীর আর্জি, হাথরাসের পদপিষ্টের ঘটনার তদন্তে একটি কমিটি গড়ে দিক সুপ্রিম কোর্ট। পাঁচজন বিশেষজ্ঞ সহ সেই কমিটির মাথায় থাকবেন সুপ্রিম কোর্টেরই কোনও প্রাক্তন বিচারপতি। তাঁরাই গোটা তদন্ত প্রক্রিয়াটি চালাবেন। এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে কী কী পদক্ষেপ নেওয়া উচিত ওই কমিটিই যাতে সুপারিশ করতে পারে সেই ক্ষমতা দিক সুপ্রিম কোর্ট, আর্জি মামলাকারীর। গোটা ঘটনা প্রসঙ্গে সুপ্রিম কোর্টে একটি প্রাথমিক রিপোর্ট জমা দিক উত্তর প্রদেশ পুলিশ, এমন আর্জিও জানিয়েছেন মামলাকারী। এরই সঙ্গে ওই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজক ও প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।

You might also like!