kolkata

3 days ago

Train Cancel:টানা ১০ দিন প্রায় ২৩৭টি ট্রেন বাতিল!শিয়ালদার পর পূর্ব রেলে ফের যাত্রী ভোগান্তি

Train Cancel
Train Cancel

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সাধারণ রেল যাত্রীদের ভোগান্তি যেন থামারই নাম নিচ্ছে না। এমনিতে ভারতীয় রেলকে দেশের লাইফলাইন বলা হয়। আর প্রত্যেকদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেমন জল ছাড়া বাঁচতে পারেন না, ঠিক সেভাবেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য এই রেলের ওপরের ভরসা করে থাকতে হয় সকলকে। টানা ১০ দিন একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে। যার জেরে যাত্রী ভোগান্তি যে চরমে উঠবে তা বলাই বাহুল্য। ২৯ জুন আগামী শনিবার থেকে টানা ১০ দিনে ৩০০টির বেশি লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল থাকছে খড়্গপুর ডিভিশনে। নির্দেশিকা দিয়ে এমনটাই জানিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে খড়গপুর ডিভিশন।

দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের (Kharagpur Division) মধ্যে পড়ে হাওড়ার আন্দুল স্টেশন। সেখানে নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে ১০ দিন ধরে। আর সে কারণেই মেদিনীপুর-হাওড়া-মেদিনীপুর-সহ ২৩৭টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে।

সঙ্গে ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন। দক্ষিণ পূর্ব রেলওয়ে তথা খড়গপুর ডিভিশনের তরফে জানানো হয়েছে, মোট ৩০৩টি ট্রেন বাতিল করা হল। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) তরফে। আন্দুল স্টেশনে (Andul Station) নন-ইন্টারলকিংয়ের (NI Work) কাজের জন্য বাতিল করা হচ্ছে ৩০০-র বেশি ট্রেন।

শুধু ট্রেন বাতিলই নয়, যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক ট্রেনের। কিছু ট্রেনের সময় বদল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বা ঘোরানো হয়েছে। ফলে মাসের শেষে চরম ভোগান্তিতে পড়তে চলেছেন মেদিনীপুর-হাওড়া লাইন-সহ খড়গপুর ডিভিশনের যাত্রীরা। যা নাকাল হওয়া চলবে আগামী মাসের প্রথম সপ্তাহজুড়ে।

শিয়ালদহ শাখায় এই ইন্টারলকিং-নন ইন্টারলকিংয়ের কাজ লেগেই থাকে। যাত্রীদের ভোগান্তি রোজকার ঘটনা। মাঝে আবার শিয়ালদহ প্ল্যাটফর্মে কাজের জন্য টানা ভুগতে হয়েছে মানুষকে। যদিও যাত্রীদের অভিযোগ, প্রায়শই রেলের তরফে জানিয়ে দেওয়া হয়, মসৃণ পরিষেবার জন্যই এত কিছু। অথচ তারপরও ট্রেন দেরিতে চলা, ট্রেন বাতিল-সহ একাধিক অভিযোগ নিয়মিত উঠতে থাকে।


You might also like!