kolkata

2 days ago

Kolkata:কলকাতার গল্ফ গ্রিনে ভেঙে পড়ল গাছ, মৃত্যু এক রিক্সা চালকের

A tree fell on Kolkata's golf green, a rickshaw driver died
A tree fell on Kolkata's golf green, a rickshaw driver died

 

কলকাতা, ২৮ জুন : কলকাতার গল্ফ গ্রিনের সেন্ট্রাল পার্কের সামনে ভেঙে পড়ল একটি বড় গাছ। ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। তিনি পেশায় রিক্সা চালক। গোটা গাছটি উপড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময় গাছের মোটা একটি ডাল একজন রিক্সা চালকের মাথায় পড়ে। মাথা ফেটে গিয়ে রক্তপাত শুরু হয়।

তড়িঘড়ি তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম অলোক কয়াল। তিনি রিক্সা স্ট্যান্ডের কাছেই থাকতেন। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। ওই এলাকায় রিক্সা চালাতেন তিনি।


You might also like!