International

5 months ago

vietnam:ভিয়েতনামে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহায়তার প্রস্তাব রাশিয়ার,পুতিনের পদক্ষেপ ঘিরে জল্পনা

Russian President Vladimir Putin
Russian President Vladimir Putin

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভিয়েতনামকে সহায়তা করতে চায় রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হ্যানয় সফরের সময় ভিয়েতনাম সরকারকে এ প্রস্তাব দেওয়া হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি করপোরেশন (রোসাটম)-এর প্রধান অ্যালেক্সি লিখাচেভ সোমবার সে দেশের সরকারি সংবাদ সংস্থা আরআইএ-কে বলেন, ‘‘পরমাণু বিদ্যুৎকেন্দ্র গড়তে ভিয়েতনামকে কী কী সহযোগিতা দেওয়া হতে পারে, সে বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বিস্তারিত জানিয়েছি।’’ ঘটনাচক্রে, ভিয়েতনামে পুতিনের সফরসঙ্গী ছিলেন লিখাচেভ।

লিখাচেভ জানিয়েছেন, স্থল এবং ভাসমান কম ক্ষমতাসম্পন্ন পরমাণুকেন্দ্র গড়তে হ্যানয়কে সহায়তা করবে মস্কো। গত সপ্তাহে উত্তর কোরিয়া এবং ভিয়েতনাম সফরে গিয়েছিলেন পুতিন। উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের সঙ্গে দ্বিপাক্ষিক কৌশলগত সার্বিক অংশীদারি চুক্তি সই করেন রুশ প্রেসিডেন্ট। সামরিক কৌশলগত সহযোগিতা তার অন্যতম অঙ্গ। এই পরিস্থিতিতে ভিয়েতনামকে পরমাণু সহযোগিতার জন্য পুতিনের প্রস্তাব ঘিরে শুরু হয়েছে জল্পনা।

প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়ার সমাজতান্ত্রিক রাষ্ট্র ভিয়েতনামে কোনও পরমাণু বিদ্যুৎকেন্দ্র নেই। তবে প্রায় এক দশক আগে ভিয়েতনাম সরকার দু’টি পরমাণু চুল্লি (রিঅ্যাক্টর) নির্মাণের পরিকল্পনা করেছিল। প্রয়োজনীয় আর্থিক ও প্রযুক্তিগত অপ্রতুলতা জটিলতা এবং জাপানের ফুকুশিমা পরমাণুকেন্দ্রে বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে সেই পরিকল্পনা থেকে ২০১৬ সালে সরে এসেছিল তারা।


You might also like!