Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Entertainment

1 day ago

Bollywood Buzz:"পাকিস্তানের পতাকা উত্তোলন রণবীর সিংহের সিনেমার সেটে, ঘিরে উঠছে বিতর্কের ঝড়"

Ranveer Singh Pakistan flag controversy
Ranveer Singh Pakistan flag controversy

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর থেকেই ভারতে নিষিদ্ধ পাকিস্তানের শিল্পীরা। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক কার্যত সম্পূর্ণরূপে বন্ধ। এর মধ্যেই নতুন করে বিতর্কে রণবীর সিংহ। তাঁর আসন্ন সিনেমা ‘ধুরন্ধর’-এর সেটে দেখা গেল পাকিস্তানের পতাকা উড়তে! নিজের ৪০তম জন্মদিনে ছবিটির প্রথম ঝলক শেয়ার করেন রণবীর। সেখান থেকেই একটি দৃশ্য দ্রুত ভাইরাল হয়ে যায়, যেখানে স্পষ্ট দেখা যায় পাকিস্তানের পতাকা। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছে নেটিজেনরা, অনেকেই প্রশ্ন তুলেছেন—এটাই কি সিনেমার প্রয়োজনে, না কি অন্য কিছু?

রণবীর সিংহের নতুন ছবির সেটে পাকিস্তানের পতাকা দেখে অনেকেই প্রথমে ভেবেছিলেন, হয়তো শুটিংই হচ্ছে পাকিস্তানে। তবে বাস্তবটা একেবারেই আলাদা।  আদিত্য ধর পরিচালিত এই ছবির বেশ কিছু অংশে দেখা যাবে পাকিস্তানের প্রেক্ষাপট। সে সব দৃশ্যের পুরোটাই শুটিং করা হয়েছে পঞ্জাবের লুধিয়ানায় শহরে। । সেখানেই প্রায় ৬ একর জমির উপর বিশাল সেট নির্মাণ করেছেন শিল্প নির্দেশক সাইনি জোহরভ, যাতে ফুটিয়ে তোলা হয়েছে পাকিস্তানের পরিবেশ। এছাড়াও, ছবির কিছু অংশের শুটিং হয়েছে তাইল্যান্ডেও।

বেশ কয়েক দিন আগেই সাইনি জানান, এই ছবিতে পাকিস্তানের অলিগলি দেখা যাবে। পরিচালক হিসাবে আদিত্য ভীষণ খুঁতখুঁতে। কাজের সঙ্গে কোনও আপোস করতে রাজি নন তিনি। তাই সাইনির উপরে নির্দেশ ছিল হয় এ দেশে, নয় বিদেশে পাকিস্তানের নিখুঁত সেট তৈরি করতে হবে। পরিচালকের এই নির্দেশ চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন শিল্প নির্দেশক। তিনি ইউটিউব থেকে ভিডিয়ো সংগ্রহ করেন। খুঁটিয়ে পড়েন পুরনো কিছু সংবাদপত্র। এ সব থেকে পাকিস্তানের রাস্তাঘাটের বর্ণনা সম্পর্কে ওয়াকিবহাল হন। তৈরি করে সেট।

যদিও একটা ছোট্ট দৃশ্য দেশেই অনেকেই ঝাঁপিয়ে পড়েছেন কটাক্ষে জর্জরিত করছেন। কেউ জানতে চেয়েছেন, ‘সেটে পাকিস্তানের পতাকা কেন রাখা হয়েছে?’ আবার কারও কটূক্তি, ‘বলিউডের পরিবেশ একেবারে নষ্ট হয়ে গিয়েছে।’ কেউ আবার রণবীর সিংহকে নির্লজ্জ বলে কটাক্ষ করতেও ছাড়েননি।


You might also like!