Breaking News
 
TMC vs ED: আইপ্যাক কাণ্ডে ইডির ইমেল বিতর্ক, সুপ্রিম কোর্টে তৃণমূলের তীব্র প্রশ্ন Election Commission of India: এসআইআর শুনানিতে মাধ্যমিক অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ JEE Main: বাংলার আবেদনে সাড়া NTA-র, ২৩ জানুয়ারি জয়েন্ট মেন পরীক্ষা স্থগিত Malaika-Arjun: পুরনো প্রেম কি তবে নতুন মোড় নিল? অর্জুনকে নিয়ে মালাইকার বিস্ফোরক স্বীকারোক্তি—ফের কাছাকাছি আসার গুঞ্জন তুঙ্গে Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ? Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া

 

Life Style News

5 months ago

Puja prep:"পুজোর আগে ওজন কমাতে লাল চা ছেড়ে গ্রিন টি খাচ্ছেন? এই ভুলগুলি করলে মিলবে না কোনও উপকার!"

green tea
green tea

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক:  দুধ চা বা লিকার চায়ের বদলে এখন অনেকেই গ্রিন টি খাওয়ার দিকে ঝুঁকছেন। বিপাক হার বাড়িয়ে দ্রুত চর্বি ঝরাতে এই চায়ের কার্যকারিতা অনন্য। এতে থাকা পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড জাতীয় অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ত্বক ও চুলের যত্নেও গ্রিন টি অত্যন্ত উপকারী।

গ্রিন টি খাচ্ছেন সে ভাল কথা, কিন্তু নিয়ম মেনে খাচ্ছেন তো? কিন্তু গ্রিন টি কী ভাবে খাচ্ছেন, তার উপরেই নির্ভর করে এর গুণাগুণ। অতি লাভের আসায় মাত্রাতিরিক্ত গ্রিন টি যেমন খাওয়া ঠিক না, তেমনই খালি পেটে ঘুম থেকে উঠেই গ্রিন টি-তে চুমুক দেওয়া স্বাস্থ্যকর নয়। জেনে নিন গ্রিন টি খাওয়ার সময়ে ঠিক ঠিক কোন কোন নিয়ম মেনে চলতে হবে।

১) গ্রিন টি-তে ভুলেও চিনি বা গুড় দেবেন না। মিষ্টি দেওয়া গ্রিন টি খেলে কোনও লাভই হবে না।

২) গ্রিন টি খাওয়ার নিয়ম হল ভরা পেটে খাওয়া। সকালে খালি পেটে গ্রিন টি খেয়ে ফেললেই বিপদ। এর ট্যানিন বদহজম, গ্যাস-অম্বলের কারণ হয়ে উঠতে পারে।

৩) গ্রিন টি বানানোর সময় ফুটন্ত গরম জল ব্যবহার করলে চলবে না। এতে চায়ের স্বাদ ও গন্ধ দুই-ই নষ্ট হয়ে যায়। জল গরম করে গ্যাস থেকে নামিয়ে মিনিট খানেক পর গ্রিন টি মেশিয়ে ভিজিয়ে রাখুন। তা হলে স্বাদও বাড়বে আর স্বাস্থ্যেরও ক্ষতি হবে না।

৪) রাতের খাওয়ার পরে অনেকেই শোয়ার আগে গ্রিন টি খান। এই অভ্যাস কিন্তু ভাল নয়। এতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।

৫) লাভের আশায় দিনে বার বার গ্রিন টিয়ে চুমুক দেন? এই অভ্যাস কিন্তু বদলাতে হবে। অতিরিক্ত মাত্রায় এই চা খেলে অনিদ্রার সমস্যা ও উদ্বেগ বাড়ে। অনেক সময় বদহজমের সমস্যাও হয়।


You might also like!