Breaking News
 
Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়!

 

Country

6 hours ago

Yamuna Expressway accident: চালক ঘুমিয়ে পড়তেই দুর্ঘটনা! যমুনা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক মৃত্যু ৬ জনের

UP Mathura Yamuna Expressway Horrific road accident
UP Mathura Yamuna Expressway Horrific road accident

 

মথুরা, ১৯ জুলাই : উত্তর প্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়ের ওপর ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ জন। চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনার কবলে পড়ে একটি ইকো গাড়ি, অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে ইকো গাড়ির সংঘর্ষ হয়। তাতেই ৬ জনের মৃত্যু হয়েছে। যমুনা এক্সপ্রেসওয়েতে ৬ জনের মৃত্যুর বিষয়ে মথুরার এসএসপি শ্লোক কুমার বলেছেন, "শনিবার ভোররাত তিনটে নাগাদ একটি ইকো গাড়ি আগ্রা থেকে দিল্লি যাচ্ছিল, একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়, সম্ভবত চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলেই ৬ জন মারা যান এবং দু'জন আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।"

উল্লেখ্য, শনিবার মথুরার বলদেব এলাকায় যমুনা এক্সপ্রেসওয়েতে দু'টি দুর্ঘটনা ঘটেছে। ইকো গাড়ি এবং অজ্ঞাত একটি গাড়ির মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত হন এবং দু'জন আহত হয়েছেন। মাইলস্টোন ১৩১-এ, দিল্লি থেকে মধ্যপ্রদেশগামী একটি বাস ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়, এতে ৩০ জন যাত্রী আহত হন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। পুলিশ নিহতদের শনাক্ত করার জন্য কাজ করছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, উত্তর প্রদেশের প্রয়াগরাজে শুক্রবার রাতে এলাহাবাদ হাইকোর্টের কাছে একটি দ্রুতগতির ওয়াগনআর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার ফলে বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহতদের স্বরূপ রানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মহিলা মারা যান। দ্রুতগামী গাড়ির চালককে খুঁজে বের করার জন্য তল্লাশি চলছে।

You might also like!