Life Style News

8 hours ago

Twitter CEO's Health Tech Innovation: ভিটামিন ডি তৈরি হচ্ছে কতটা, রোদে ত্বক পুড়ছে কতটা—সবই জানাবে টুইটার সিইও-র নতুন অ্যাপ!

Twitter CEO new app
Twitter CEO new app

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : চড়া রোদের মধ্যে ত্বক কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? আবার কোন সময় রোদে বেরোলে শরীরে কতটা ভিটামিন ডি তৈরি হচ্ছে? এসব যদি আগে থেকেই জানা যেত, তাহলে আরও সচেতন থাকা যেত। সূর্যের অতিবেগনি রশ্মি ত্বকে কী প্রভাব ফেলছে, আর দিনের কোন সময়ে ভিটামিন ডি উৎপাদনের সম্ভাবনা সবচেয়ে বেশি—এইসব তথ্য এখন জানা একেবারেই সম্ভব। অলীক কল্পনা নয়, বরং এই বাস্তব প্রযুক্তি এনে দিয়েছেন টুইটারের সিইও জ্যাক ডরসি।

ভিটামিন ডি তৈরির সময় জানতে নতুন অ্যাপ তৈরি করে ফেলেছেন জ্যাক। নাম দিয়েছে ‘সান ডে’। অ্যাপটি আপাতত আইওএস সিস্টেমে পাওয়া যাবে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত একটি ‘হেল্‌থ টুল’ যা বানানো হয়েছে ভিটামিন ডি ট্র্যাকার হিসেবে। সূর্যের তাপে ত্বকের কী কী বদল হচ্ছে, তারও তথ্য দেবে অ্যাপটি।

‘সান ডে’ অ্যাপ কী কী কাজ করবে?

১) সূর্যের অতিবেগনি রশ্মির সংস্পর্শে এলে ত্বকের কতটা ক্ষতি হয়, তার ‘রিয়্যাল টাইম ডেটা’ দেবে।

২) স্পর্শকাতর ত্বক হলে, রোদের তাপে ত্বক কতটা পুড়ছে, ‘সানবার্ন’ হচ্ছে কি না, তার থেকে অ্যালার্জির আশঙ্কা আছে কি না, তা বলে দেবে।

ভিটামিন ডি তৈরির সময় জানতে নতুন অ্যাপ তৈরি করে ফেলেছেন জ্যাক। নাম দিয়েছে ‘সান ডে’। অ্যাপটি আপাতত আইওএস সিস্টেমে পাওয়া যাবে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত একটি ‘হেল্‌থ টুল’ যা বানানো হয়েছে ভিটামিন ডি ট্র্যাকার হিসেবে। সূর্যের তাপে ত্বকের কী কী বদল হচ্ছে, তারও তথ্য দেবে অ্যাপটি।

৩) রোদে বেরোলে আপনার ত্বকে কতটা ভিটামিন ডি তৈরি হয়, তার পরিমাপ বলবে।

৪) দিনের কোন সময়টাতে আপনার শরীরে সবচেয়ে বেশি ভিটামিন ডি তৈরি হয়, তারও হিসেব দিয়ে দেবে।

৫) কতটা সময়ে আপনি রোদে থাকলেও ত্বকের ক্ষতি হবে না, তারও হিসেবনিকেশ দেবে।

কী ভাবে ব্যবহার করতে হবে?

ব্যবহারকারীকে আগে কিছু তথ্য দিতে হবে। যেমন— ত্বকের ধরন কেমন, বেরোনোর সময়ে কেমন পোশাক পরছেন, তা অ্যাপে জানাতে হবে।

বাইরে বেরনোর সময়ে অ্যাপের ‘বাটন’ অন করতে হবে আবার ফিরে আসার পরে ‘অফ’ করতে হবে।

আপনি কোথায় রয়েছেন সেই লোকেশন দেখে, বাইরে থাকার সময়, আপনার ত্বকের ধরন, পোশাকপরিচ্ছদ সব বিচার করে অ্যাপটি জানাবে কখন ও কোন সময়ে ঠিক কতটা ভিটামিন ডি তৈরি হচ্ছে আপনার শরীরে।


আরও একটি সুবিধা দেবে এই অ্যাপ। সূর্যের অতিবেগনি রশ্মির কারণে ত্বকে ক্যানসার হওয়ার ঝুঁকি আছে কি না, তার আভাস আগে থেকেই দিতে পারবে। ফলে সাবধান হওয়ার সময় পাওয়া যাবে।

You might also like!