Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Life Style News

8 hours ago

Travel Smart: বিমান সফরে ল্যাপটপ নিয়ে যাচ্ছেন? সামান্য অসাবধানতায় হতে পারে বড় ক্ষতি! রইল সুরক্ষার টিপস

laptop safety tips for air travel
laptop safety tips for air travel

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক: ক্যামেরা বা ল্যাপটপ—এই দু’টি জিনিস নিয়েই অনেক যাত্রীকে নিয়মিত বিমান সফর করতে হয়। তবে এতটাই স্পর্শকাতর এই ডিভাইসগুলি যে সামান্য অসতর্কতা থেকেই বড় ক্ষতি হয়ে যেতে পারে। শুধু দামের দিক থেকে নয়, ল্যাপটপে থাকা অফিসের গুরুত্বপূর্ণ ডেটা কিংবা ব্যক্তিগত তথ্যের মূল্যও অপরিসীম।সুতরাং কোনও কারণে সেটি নষ্ট হলে বা স্ক্রিন ভেঙে গেলে দুর্গতির শেষ থাকবে না। এমনটা যে কারও সঙ্গে হয়নি বা হয় না, তা নয়। মুহূর্তের অসতর্কতায় এমনটা ঘটতেই পারে। ল্যাপটপ নিয়ে বিমান সফর করতে হলে কী কী মাথায় রাখা দরকার।

কোথায় নেবেন?

বিমানসফরে মালপত্র দু'ভাবে নিয়ে যাওয়া যায়। একটি হল চেক-ইন লাগেজ আর একটি ক্যারি-অন লাগেজ। চেক ইন লাগেজের তালিকায় সাধারণত বড়সড় স্যুটকেশ বা ব্যাগ পড়ে। এটি স্ক্যান করানোর পর ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। যাত্রী যে বিমানে সফর করছেন, সেই বিমানের পেটের ভিতরে ‘কার্গো হোল্ড’ এ চলে যায় জিনিসগুলি। আর যাত্রী সঙ্গে কিছু জিনিস নিয়ে উঠতে পারেন। সেটি যে ব্যাগে থাকে, সেটিকে বলা হয় ক্যারি অন লাগেজ।

ল্যাপটক ‘ক্যারি অন লাগেজ’-এ রাখতে বলছেন নিয়মিত বিমান সফরকারীরা। ল্যাপটপে কোন ধরনের লাগেজে নেওয়া যায়, সেই ব্যাপারে নির্দিষ্ট বিমান সংস্থার নির্দেশিকা থাকে। ল্যাপটপে যেহেতু ব্যাটারি থাকে, সেই কারণেই বিমানবন্দরের নিয়ম অনুযায়ী সেটি সঙ্গের হাতব্যাগে রাখাই নিয়ম।

সুরক্ষায় কোন কৌশল

প্যাডেড ল্যাপটপ ব্যাগ

ল্যাপটপ নিয়ে যাওয়ার সময় সেটি একাধিক বার স্ক্যান করা হয়। ভাল হয়, সেটি যদি প্যাড দেওয়া ল্যাপটপ ব্যাগে ভরে নেওয়া যায়। ল্যাপটপ সুরক্ষিত ভাবে নিয়ে যাওয়ার জন্য এমন ব্যাগ তৈরি হয়। ধাক্কা বা ঠোকাঠুকির ফলে ল্যাপটপের যাতে ক্ষতি না হয়, সে কারণে প্যাড দেওয়া থাকে। এটি জল নিরোধকও হয়। প্যাডেড ব্যাগে ভরা ল্যাপটপ পিঠের ব্যাগে বা হাতব্যাগে ভরে রাখলে বেশি সুরক্ষিত থাকবে।

তালা

হাতের ব্যাগেও তালা দিতে পারেন। এখন বিভিন্ন ধরনের কম্বিনেশন লক পাওয়া যায়, যা মোটেই দেখতে বেমানান লাগে না। ল্যাপটপ, টাকা এবং জরুরি নথি এ ভাবে রাখলে বাড়তি সুরক্ষায় থাকবে।

পায়ের কাছে রাখুন

বিমানে যাত্রীরা যেখানে বসেন তার মাথার কাছে কেবিনে লাগেজ রাখা থাকে। তবে ল্যাপটপের ব্যাগ সেখানে না রেখে বসার আসনের পাশে রাখতে পারেন। অনেক সময় বিমানের কেবিনে একাধিক জিনিসপত্র রাখার জন্য ধাক্কাধাক্কিতে ল্যাপটপ ভেঙে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে।

স্ক্যানের সময় ক্ষতি হয় কি?

সঙ্গের ব্যাগে ল্যাপটপ থাকলে নিরাপত্তাজনিত একাধিক পরীক্ষা পার করতে হয়। ল্যাপটপ স্ক্যান করা হয়। অনেকের প্রশ্ন থাকে, এতে ল্যাপটপের ক্ষতি হয় কি না। এটি নিরাপদ পন্থা। এতে গ্যাজেটের কোনও ক্ষতি হয় না।

চার্জ থাকা দরকার

নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা স্ক্যানিংয়ের সময় বা তার পরেও ল্যাপটপ চালু করে দেখাতে বলতে পারেন। সেই কারণে ল্যাপটপে কিছুটা হলেও চার্জ থাকা দরকার।

You might also like!