Entertainment

7 hours ago

Actor Michael Madsen dies at 67: ৬৭ বছর বয়সে জীবনাবসান হলিউড অভিনেতা মাইকেল ম্যাডিসনের

Actor Michael Madsen dies at 67
Actor Michael Madsen dies at 67

 

লস অ্যাঞ্জেলেস ৪জুলাই : ফের হলিউডে নক্ষত্রপতন। ৬৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার জীবনাবসান হয় হলিউডের বিখ্যাত অভিনেতা মাইকেল ম্যাডিসনের। মালিবু -এর। নিজের বাড়িতে তাঁকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। স্থানীয় সময় সকাল ৮:২৫ মিনিট নাগাদ চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিচালক কোয়েন্টিন ট্যারান্টিনোর সঙ্গে যৌথভাবে ম্যাডসেন হলিউডকে উপহার দিয়েছেন রিজার্ভোয়ার ডগস, কিল বিল এবং ওয়ান্স আপন আ টাইম ইন এর মতো বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছবি।

১৯৮০-এর দশকের গোড়ার দিকে 'সেন্ট এলসওয়ের' টেলি ছবির হাত ধরে বিনোদন জগতে তাঁর পদার্পন এবং থেলমা অ্যান্ড লুইস নামক ছবির খ্যাতি অর্জন। রিজার্ভোয়ার ডগস চলচ্চিত্রে মিস্টার ব্লন্ডের চরিত্রে অভিনয় তাঁকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়।ম্যাডসেন ওয়াইট ইয়ার্প, ডনি ব্রাস্কো, ডাই অ্যানাদার ডে এবং সিন সিটির মতো ছবিতেও অভিনয় করেছিলেন। যদিও ব্যক্তিগত ভুল-ত্রুটির জন্য তাঁর জীবন বেশ কালিমালিপ্ত হয়েছিল। তবে হলিউডের চলচ্চিত্র জগতে তিনি যে অন্যতম ব্যক্তিত্ব, তা বলাইবাহুল্য।


You might also like!