Breaking News
 
TMC vs ED: আইপ্যাক কাণ্ডে ইডির ইমেল বিতর্ক, সুপ্রিম কোর্টে তৃণমূলের তীব্র প্রশ্ন Election Commission of India: এসআইআর শুনানিতে মাধ্যমিক অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ JEE Main: বাংলার আবেদনে সাড়া NTA-র, ২৩ জানুয়ারি জয়েন্ট মেন পরীক্ষা স্থগিত Malaika-Arjun: পুরনো প্রেম কি তবে নতুন মোড় নিল? অর্জুনকে নিয়ে মালাইকার বিস্ফোরক স্বীকারোক্তি—ফের কাছাকাছি আসার গুঞ্জন তুঙ্গে Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ? Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া

 

Life Style News

6 months ago

Medical Breakthrough: একটি ছোট যন্ত্রই এখন সুগার নিয়ন্ত্রণ করবে! চমকপ্রদ আবিষ্কারে গবেষকরা

blood sugar control device,
blood sugar control device,

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক: সুগার বাড়া কমা নিয়ে চিন্তা থেকেই যায় । রাতবিরেতে হঠাৎ করে সুগার ওঠা নামা করলে ,তখনই সমস্যায় পরতে হয় । আবার খাবার খাওয়ার পরে সুগার বেড়ে যায় স্বাভাবিক ভাবেই। সুগারের এই ওঠানামার বিষয়টি নিয়ে প্রায়  সময়েই চিন্তায় থাকেন ডায়াবিটিসের রোগীরা। সেই কারনেই সব সময় হাতের কাছে ওষুধ বা ইনসুলিন ইঞ্জেকশন রাখতেই হয়। কিন্তু এ বার এই  সমস্যার উপায় খুঁজতে গিয়ে নতুন এক যন্ত্র আবিষ্কারের দাবি করেছেন আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)-র গবেষকেরা। 

‘নেচার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং’ জার্নালে এই বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, নতুন যন্ত্রটি শরীরের ভিতর বসিয়ে দেওয়া হবে। এর কাজ হবে রক্তে শর্করার ওঠানামা নিয়ন্ত্রণ করা। আপাতত টাইপ ১ ডায়াবিটিসের রোগীদের জন্যই যন্ত্রটি তৈরি করা হয়েছে। এটি শরীরে বসিয়ে দিলে বার বার ওষুধ খাওয়া বা মনে করে ইনসুলিন নেওয়ার প্রয়োজন হবে না। যন্ত্রটি নিজে থেকেই সে কাজ করবে।

টাইপ ১ ডায়াবিটিস হল অটোইমিউন ডিজ়অর্ডার। মূলত জিনগত সমস্যার জন্য হয়। অগ্ন্যাশয়ে অবস্থিত ইনসুলিন উৎপাদনকারী কোষগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে যখন মানুষের শরীরে ইনসুলিন উৎপাদন একেবারেই বন্ধ হয়ে যায়, সে অবস্থাকে টাইপ ১ ডায়াবিটিস বলা হয়। ইনসুলিন হরমোনই শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। কাজেই এই হরমোনটির ক্ষরণ অনিয়ন্ত্রিত হয়ে গেলে, তখন রক্তে শর্করা জমতে শুরু করবে। যন্ত্রটির কাজ হবে এই হরমোনের ভারসাম্য ঠিক রেখে শর্করার মাত্রা স্বাভাবিক রাখা। গবেষকেরা জানাচ্ছেন, যন্ত্রটি তৈরি করা হয়েছে পলিমার দিয়ে। এর বাইরে নিকেল ও টাইটানিয়ামের স্তর আছে। যন্ত্রটি আকারে খুবই ছোট, সহজেই শরীরের ভিতরে প্রতিস্থাপন করা যাবে। এর ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচলের ব্যবস্থাও থাকবে। ইলেকট্রিক কারেন্ট দিয়ে যন্ত্রটিকে উত্তপ্ত করা হবে, তখন সেটি সক্রিয় হয়ে রক্তে জমা অতিরিক্ত গ্লুকোজ় জারণে সাহায্য করবে।

ইঁদুরের উপর যন্ত্রটি পরীক্ষা করে দেখা গিয়েছে, সেটি ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করতে পারবে। গ্লুকাগন হল অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে উৎপাদিত পেপটাইড হরমোন, যা রক্তে গ্লুকোজ়ের ঘনত্ব বৃদ্ধি করে। এর বিপরীত হল ইনসুলিন, যা রক্তে গ্লুকোজ়ের ঘনত্ব কমিয়ে দেয়। এই দুই হরমোনের ওঠানামা নিয়ন্ত্রিত হলেই, রক্তে শর্করা আচমকা বৃদ্ধি পাওয়া বা কমে যাওয়ার আশঙ্কা থাকে না। নতুন যন্ত্রটি সে কাজই করবে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। পরীক্ষা করে দেখা গিয়েছে, যদি আচমকা সুগার বেড়ে বা কমে যায়, তখন যন্ত্রটি নিজে থেকেই সক্রিয় হয়ে মিনিট দশেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসবে। ফলে বিপদ ঘটার সম্ভাবনা থাকবে না।

যন্ত্রটি আপাতত পশুর শরীরে বসিয়ে পরীক্ষা করা হয়েছে। গবেষক সিদ্ধার্থ কৃষ্ণন জানিয়েছেন, মানুষের শরীরে পরীক্ষা করার কাজ শুরু হয়েছে। যদি যন্ত্রটি ঠিকমতো কাজ করে এবং শরীরে বসানোর পরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া না হয়, তা হলে আগামী দিনে ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখতে এই যন্ত্রটিই মাইলফলক হয়ে উঠবে।

You might also like!