ফিরোজাবাদ, ৬ জুলাই : শনিবার রাতে পুলিশ পাঁচ ঘণ্টা বিভিন্ন জায়গাতে অভিযান চালিয়ে ৪৬ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃত অভিযুক্তরা বিভিন্ন মামলায় পলাতক ছিল।
সিনিয়র পুলিশ সুপার সৌরভ দীক্ষিত রবিবার জানান, জেলায় ওয়ান্টেড অভিযুক্তদের ধরতে শনিবার রাত ১২.০০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত অভিযান চালানো হয়। এই অভিযানে জেলা পুলিশ মোট ৪৪ জন জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা এবং দুইজন ওয়ান্টেড অভিযুক্তকে গ্রেফতার করেছে।