Country

3 hours ago

Amit Shah:স্বচ্ছতা ছাড়া সমবায় বেশি দিন টিকে থাকতে পারে না : অমিত শাহ

Shah Warns: Cooperatives Can't Last Without Transparency
Shah Warns: Cooperatives Can't Last Without Transparency

 

আনন্দ, ৬ জুলাই : স্বচ্ছতা ছাড়া সমবায় বেশি দিন টিকে থাকতে পারে না। এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। রবিবার গুজরাটের আনন্দের আমূল ডেয়ারিতে সমবায়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা করেছেন। এই অনুষ্ঠানে সমবায় মন্ত্রকের চার বছর পূর্ণ হওয়ার উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, "স্বচ্ছতা ছাড়া সমবায় বেশি দিন টিকে থাকতে পারে না। যেখানে প্রযুক্তি গ্রহণযোগ্য ছিল না, সেখানে প্রতিযোগিতার মুখে সমবায় টিকে থাকতে পারে না। যে সমবায় প্রতিষ্ঠানে সদস্যদের স্বার্থকে সর্বোচ্চ বিবেচনা করা হত না, সেই সমবায় প্রতিষ্ঠানও শেষ হয়ে যায়। আমাদের সকল সমবায় নেতাদের উচিত আমাদের কর্মক্ষেত্রে এই তিনটি মূল্যবোধ গড়ে তোলা।"

অমিত শাহ আরও বলেছেন, "সমবায় মন্ত্রকের চার বছরে, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ৬০টিরও বেশি উদ্যোগ নেওয়া হয়েছে, যা পাঁচটি 'পি'-এর উপর ভিত্তি করে তৈরি। প্রথম 'পি' হল (পিপল) 'মানুষ', অর্থাৎ, ভারতের জনগণ এই উদ্যোগগুলির প্রাথমিক সুবিধাভোগী হবেন। দ্বিতীয় 'পি' হল 'প্যাক', অর্থাৎ, আমরা প্রাথমিক সমবায় বৃত্তগুলিকে শক্তিশালী করছি। তৃতীয় 'পি' হল 'প্ল্যাটফর্ম', যার অর্থ হল, ডিজিটাল থেকে জাতীয় প্ল্যাটফর্ম পর্যন্ত, আমরা বিভিন্ন ধরণের সমবায় কার্যক্রম প্রদানের জন্য কাজ করেছি। চতুর্থ 'পি' হল নীতির জন্য। পঞ্চম 'পি' হল (প্রসপারিটি) সমৃদ্ধি। একজন ব্যক্তির নয়, সমগ্র সমাজের সমৃদ্ধি। সমৃদ্ধি কয়েকজন ধনী ব্যক্তির নয়, দরিদ্র শ্রমিক এবং কৃষকদের।"

You might also like!