kolkata

4 hours ago

Shravani Mela 2025: আসানসোল ও দানাপুরের মাঝে শ্রাবণী মেলায় বিশেষ অসংরক্ষিত ট্রেন

Asansol-Danapur Special Train for Shravani Mela25
Asansol-Danapur Special Train for Shravani Mela25

 

কলকাতা, ৫ জুলাই : শ্রাবণী মেলা উপলক্ষে ট্রেনযাত্রীদের সুবিধার জন্য আসানসোল ও দানাপুরের মাঝে বিশেষ অসংরক্ষিত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেল জানিয়েছে, আগামী ১৪ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ০৩৫৫৩ আসানসোল – দানাপুর শ্রাবণী মেলা বিশেষ ট্রেন আসানসোল থেকে প্রতি সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার (১৬টি ট্রিপ) চলবে। সকাল সাড়ে ৭টায় আসানসোল থেকে ছেড়ে বিকাল ৫:১৫ মিনিটে দানাপুরে পৌঁছাবে ওই ট্রেন। পরের দিন এবং ০৩৫৫৪ দানাপুর– আসানসোল শ্রাবণী মেলা বিশেষ ট্রেনটি দানাপুর থেকে ছাড়বে ভোর সওয়া তিনটায়। ১৫.০৭.২০২৫ থেকে ০৮.০৮.২০২৫ পর্যন্ত এই ট্রেন চলবে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার (১৬টি ট্রিপ)। ট্রেনটি আসানসোল পৌঁছানোর কথা একই দিনে বেলা ১০টা ১০-এ। ট্রেনটি চিত্তরঞ্জন, মধুপুর, জাসিডি, ঝাঝা, জামুই, কিউল, লুকিসারাই, মানকাথা, বাড়িয়া, হাতিদাহ, মোকামা, বার, বখতিয়ারপুর, খুসরোপুর, ফতুহা, পাটনা সাহেব, রাজেন্দ্র নগর এবং পটনা স্টেশনের উভয় দিকেই থামবে। ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণীর থাকার ব্যবস্থা থাকবে।


You might also like!