হাওড়া, ৩ জুলাই : পিচ কারখানায় বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় মুড়ল হাওড়ার আলমপুর এলাকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন আয়ত্তে আনার কাজ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও বাগে আসেনি লেলিহান শিখা। কারখানাটি বহু পুরনো। অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সকালে সেখানে কাজ চলছিল। আমচকা ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। এরপরই নজরে আসে কারখানার ভিতরের লেলিহান শিখা। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানা ও দমকলে। প্রথমে ঘটনাস্থলে যায় একটি ইঞ্জিন। আগুনের তীব্রতায় বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যা। তবে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের। কিন্তু কী থেকে এই অগ্নিকাণ্ড, তা জানা সম্ভব হয়নি। আগুন আয়ত্তে আসার পর তা স্পষ্ট হবে। তবে প্রাথমিকভাবে শট সার্কিটের তত্ত্ব উড়িয়ে দিতে পারছেন না দমকলকর্মীরা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবল আতঙ্কে এলাকার বাসিন্দারা। কারখানার বড় অংকের ক্ষতির আশঙ্কা রয়েছে।