kolkata

12 hours ago

Shocking Incident: আত্মীয়ের বিয়ের বাজার করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু যুবকের

Tragic Crash During Wedding Shopping
Tragic Crash During Wedding Shopping

 

পূর্ব বর্ধমান, ৬ জুলাই : শনিবার রাতে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য বাজারে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল মেমারির কাঁটাপুকুর গ্রামের অলোক দাসের (৩৭)। জানা গিয়েছে, সেখান থেকে মোটরবাইকে করে কাঁটাপুকুরের পার্শ্ববর্তী শ্যামনগরে যাওয়ার সময়ে দুর্ঘটনার শিকার হন অলোক।

জানা গেছে, মেমারির দেবীপুরে জিটি রোডে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, অলোকের আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান চলছে। শনিবার ছিল বৌভাত। দুর্ঘটনার খবরে বিয়েবাড়ির আনন্দ ম্লান হয়ে যায়।

You might also like!