Life Style News

12 hours ago

Deep Freezer Tips:মাত্র ১০ মিনিটে ডিপ ফ্রিজের মাছ-মাংস হবে সম্পূর্ণ বরফমুক্ত! ঘরোয়া উপায়েই সমাধান

defrost meat without microwave
defrost meat without microwave

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক: মাছ আর বাঙালি—এই সম্পর্ক যেন চিরকালীন! যতই পদের বাহার থাকুক না কেন, মাছ ছাড়া যেন জমে না কোনও খাবারের আয়োজন। একদিন যদি পাতে মাছ না থাকে, অনেকেই যেন মন থেকেই খুশি হতে পারেন না। কর্মব্যস্ত দিনে বাইরে থেকে ফিরে একথালা গরম ভাত আর মাছের ঝোল—এই আনন্দের সঙ্গে তুলনা চলে না কিছুই। সেই কারণেই বহু বাঙালি আগে থেকেই মাছ কিনে ফ্রিজে সংরক্ষণ করেন, যাতে প্রতিদিন বাজার করতে না হয়। বিশেষ করে সপ্তাহান্তে কেনা মাছ সারা সপ্তাহের রান্নায় স্বস্তি এনে দেয়। ডিপ ফ্রিজে মাছ-মাংস রাখলেই তা জমাট বেঁধে যায়। মাছ বরফমুক্ত করা প্রায় যুদ্ধের শামিল। তাতে সময়ও নষ্ট হয় খানিক। অফিস থেকে ফিরে রান্না করতে গিয়ে যদি দেখেন, মাছ-মাংসের গায়ে জমে থাকা বরফ কিছুতেই গলছে না, তখন আর বিরক্তির শেষ থাকে না। এই মু‌শকিল কিন্তু আসান হতে পারে ১০ মিনিটেই।

রন্ধনশিল্পী পঙ্কজ ভাদোরিয়া শেখালেন ১০ মিনিটেই কী ভাবে মাছ-মাংসের বরফ গলাবেন। কী কী উপকরণ লাগবে, রইল হদিস।

একটি বড় পাত্রে প্রায় ২ লিটার জল ভরে নিন। এ বার সেই জলে ১ টেবিল চামচ নুন আর ৫ টেবিল চামচ ভিনিগার মিশিয়ে নিন। এ বার সেই জলে জ়িপলক পাউচে ভরা মাছ বা মাংস ডুবিয়ে রাখুন। তার উপরে ভারী কিছু চাপা দিয়ে দিন। এ বার মিনিট দশেক অপেক্ষা করলেই মাছ-মাংসের বরফ চটজলদি গলে যাবে।

চটজলদি মাছ-মাংসের বরফ গলাতে অনেকেই মাইক্রোওয়েভ ব্যবহার করেন। তবে এই উপায়ে বরফ গলাতে গেলে অনেক সময়ই দেখা যায়, মাছ-মাংস ছিবড়ে হয়ে গিয়েছে। তাই রান্নার স্বাদ ভাল রাখতে হলে মাইক্রোওয়েভ ব্যবহার না করাই ভাল।


You might also like!