দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্ষাকালে ভেজা জামাকাপড় শুকোতে সবচেয়ে বেশি নাকাল হতে হয়। এ দিকে কাজের প্রয়োজনে রোজই বাইরে বেরোতে হয়। বাইরে থেকে ঘেমেনেয়ে এবং ভিজে বাড়ি ফিরে সেই পোশাক কাচতেই হয়। তা ছাড়া, যখন-তখন বৃষ্টি নামছে। সঙ্গে ছাতা না থাকলে পোশাকও ভিজে যায়। বেশি ক্ষণ ভেজা থাকলে জামাকপড় থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। কাচলেও সে গন্ধ যেতে চায় না। তবে বর্ষায় ভেজা কাপড়ের দুর্গন্ধ দূর করার বেশ কয়েকটি সহজ পদ্ধতি রয়েছে।
1.একটি বালতিতে পরিমাণ মতো ভিনিগার নিন। তার সঙ্গে জল মেশান। এবার জামাকাপড় ধোয়ার পরে এই মিশ্রণে আরও একবার ভিজিয়ে তুলে নিন। এতে জামাকাপড়ে সোঁদা গন্ধ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তাহলে বর্ষাতেও আপনার কাপড়গুলি থাকবে পরিষ্কার এবং সুগন্ধময়।
2.জামাকাপড় থেকে খারাপ গন্ধ দূর করার অন্যতম উপায় হল ভালো মানের ডিটারজেন্ট পাউডার ব্যবহার। তাই বছরের অন্যান্য় সময়ে যে ডিটারজেন্টই ব্যবহার করুন না কেন, বর্ষার সময়ে সেটা করলে চলবে না। বরং হালকা গন্ধ যুক্ত কোনও উন্নতমানের ডিটারজেন্ট দিয়ে জামাকাপড় কাচুন। এতে পোশাকে গন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে।
3.আপনার বাড়িতে ওয়াশিং মেশিন থাকলে এই ট্রিকটি কাজে লাগাতে পারেন। এক্ষেত্রে অধিকাংশ সময়ে মেশিনে কাচার এবং শুকানোর চেষ্টা করুন। আর হাতে জামাকাপড় কাচলেও মেশিনে শুকিয়ে নিন। এতে আপনার জামাকাপড়ের বাড়তি জল বেরিয়ে যাবে। তারপরে বারান্দায় মেলে দিলে তাড়াতাড়ি শুকাবে এবং গন্ধও হবে না।
4.জামাকাপড় থেকে গন্ধ দূর করার জন্য এই পদ্ধতির কোনও বিকল্প হয় না। তাই এই ট্রিকটি অবশ্যই শিখে রাখুন। রোদ ওঠার পরে সেটি জামাকাপড়গুলি বাইরে মেলে দিন। এতে পোশাক থেকে ভেজা গন্ধ দূর হতে বিশেষ সময় লাগবে না।