International

2 days ago

Earthquake: ৭.২ তীব্রতার ভূমিকম্পে কাঁপল মধ্য পেরুর উপকূল, সুনামির সতর্কতা জারি

7.2 magnitude earthquake shakes central Peru coast, tsunami warning issued
7.2 magnitude earthquake shakes central Peru coast, tsunami warning issued

 

লিমা, ২৮ জুন: শক্তিশালী তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য পেরুর উপকূল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার মধ্য পেরুর উপকূলে ৭.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। জোরালো তীব্রতার ভূমিকম্পের পরই উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আটিকুইপা জেলা থেকে ৮.৮ কিলোমিটার (৫.৫ মাইল) দূরে। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হলেও, পরে তা তুলে নেওয়া হয়। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও, ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।


You might also like!