kolkata

2 days ago

Sealdah Local Train Update:আবার শিয়ালদহ শাখায় ফের পাওয়ার ব্লক,সপ্তাহান্তে ফের ভোগান্তির আশঙ্কা

Sealdah Local Train
Sealdah Local Train

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আবারও শিয়ালদহ ডিভিশনে পাওয়ার ব্লকের  আশঙ্কা।রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েও দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে ১০ নম্বর ব্রিজে গার্ডারিং সংক্রান্ত কাজের জন্য শিয়ালদা ডিভিশনের দমদম জংশন-বারাসত সেকশনে মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনের মাঝে ২৯/৩০ তারিখ রাতের দিকে ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯ তারিখ রাত সাড়ে ১০টা থেকে পরের দিন সকাল সাড়ে ১০টা, অর্থাৎ ১২ ঘণ্টা ডাউন লাইনে এবং ২৯ তারিখ রাত সাড়ে ১০টা থেকে পরের দিন সকাল সাড়ে ৮টা অর্থাৎ ১০ ঘণ্টা আপ লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন থাকছে। এর ফলে ওই নির্দষ্ট সময়ে ওই লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত হবে। সেহেতু শনিবার যাত্রা সংক্ষিপ্ত হতে চলেছে একাধিক ট্রেনের। তার মধ্যে থাকছে বনগাঁ-শিয়ালদা লোকাল ও শিয়ালদা-বনগাঁ লোকাল। এই ট্রেনগুলি বারাসত পর্যন্ত আসবে ও সেখান থেকেই ছাড়বে। এছাড়া শনিবার বাতিল থাকছে একটি করে আপ ও ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল ও হাসনাবাদ-শিয়ালদা লোকাল।

রবিবার বারাসতে সংক্ষিপ্ত যাত্রা শেষ হচ্ছে কিছু ট্রেনের। তার মধ্যে থাকছে বনগাঁ-শিয়ালদা, হাসনাবাদ-শিয়ালদা, হাবড়া-শিয়ালদা, বনগাঁ-মাঝেহাট এবং হাসনাবাদ-বিবাদী বাগ লোকাল। আবার এদিন বারাসত থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু হচ্ছে বেশকিছু শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-হাসনাবাদ , শিয়ালদা-হাবড়া, শিয়ালদা-গোবরডাঙা, মাঝেরহাট-দত্তপুকুর, শিয়ালদা-দত্তপুকুর ও মাঝেরহাট-হাসনাবাদ লোকালের। আবার রানাঘাটে সংক্ষিপ্ত যাত্রা শেষ হচ্ছে গেদে-মাঝেরহাট লোকালের।

এছাড়া রবিবার বাতিল থাকছে হাসনাবাদ-শিয়ালদা, বনগাঁ-শিয়ালদা, দত্তপুকুর-শিয়ালদা, লক্ষ্মীকান্তপুর-নামখানা, মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর, বনগাঁ-মাঝেরহাট, হাবড়া-শিয়ালদা, বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি, মাঝেরহাট-বারাসত, মাঝেরহাট-মধ্যমগ্রাম, বরাসত-বনগাঁর মতো কিছু লোকাল ট্রেনও। পাশাপাশি ৩০ তারিখ বন্ধন এক্সপ্রেস ও একটি ডাউন বনগাঁ শিয়ালদা লোকালের সময়সূচিতেও পরিবর্তন আনা হচ্ছে।

এদিকে রেলের কাজের জন্য বেশকিছু ট্রেন বাতিল থাকতে চলেছে দক্ষিণ পূর্ব রেলেও। বাতিল হতে চলেছে একগুচ্ছ লোকাল এবং দূরপাল্লার ট্রেন। একইসঙ্গে বেশকিছু ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন করা হচ্ছে। কিছু কিছু ট্রেন চলবে ঘুরপথেও। একইসঙ্গে কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হচ্ছে। দক্ষিণ পূর্ব রেলের আন্দুল স্টেশনে রেলের কাজের জন্যই ট্রেন চলাচলে এই পরিবর্তন আসতে চলেছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে আগামী ২৯ তারিখ শনিবার বাতিল থাকছে ২টি লোকাল ট্রেন। পরের দিন ৩০ তারিখ রবিবার বাতিল থাকছে ৬টি লোকাল ট্রেন। তারপর ১ জুলাই বাতিল করা হচ্ছে মোট ১৪টি লোকাল। ১৫টি লোকাল ট্রেন বাতিল থাকছে পরের দিন ২ জুলাই। ৩ জুলাই বাতিল করা হচ্ছে মোট ১৬টি লোকাল ট্রেন। ৪ জুলাইও লোকাল ট্রেন বাতিলের সংখ্যা মোট ১৬। ৫ জুলাই ৬২টি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ৫/৬ জুলাই তারিখ বাতিল করা হচ্ছে ৭১টি লোকাল।


You might also like!