Game

1 week ago

Paris Olympics:প্যারিস অলিম্পিক্সের আগে আবারও সোনা জয় নীরজের, জ্যাভলিন ছুড়লেন ৮৫.৯৭ মিটার

Ahead of the Paris Olympics, Neerj won gold again
Ahead of the Paris Olympics, Neerj won gold again

 

ফিনল্যান্ড : প্যারিস অলিম্পিক্সের এক মাস আগে সোনা জিতলেন নীরজ। ফিনল্যান্ডে পাভো নুরমি গেমসে জ্যাভলিনে সোনা জিতলেন ভারতীয় এই অ্যাথলিট। সেই সঙ্গে প্যারিস অলিম্পিক্সের প্রস্তুতিও সেরে নিলেন নীরজ। তবে ৯০ মিটার জ্যাভলিন ছোড়া হল না নীরজের। ৮৫.৯৭ মিটার ছোড়েন তিনি।

তবে তাঁর এই পারফরম্যান্স অবশ্যই প্যারিস অলিম্পিক গেমসে তাঁকে নিয়ে ভারতীয় সমর্থকদের আশা আরও বাড়াল।


You might also like!