Game

3 days ago

Georgia vs Portugal Euro 2024:পর্তুগালকে হারিয়ে ইউরোর নক আউটের শেষ ষোলোর টিকিট পেল জর্জিয়া

Georgia vs Portugal Euro 2024
Georgia vs Portugal Euro 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দুই দলের মধ্যে র‍্যাঙ্কিংয়ে পার্থক্য ৬৮। তা সত্ত্বেও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দলকে হারিয়ে ইউরোর শেষ ষোলোয় চলে গেল খাবিচা কাবারেসখেলিয়ার দল জর্জিয়া।

বুধবার রাতে র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বরে থাকা পর্তুগালকে ২-০ গোলে হারিয়েছে জর্জিয়া। জর্জিয়ার হয়ে গোল করেছেন কাবারেসখেলিয়া ও জর্জেস মিকাওতাদজের। এই জয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের তৃতীয় দল হিসেবে নক আউটে উঠেছে তারা।

মেজর প্রতিযোগিতায় প্রথম বারের মতো শেষ ষোলোয় উঠল জর্জিয়া। আগেই পর্তুগাল নক আউটের টিকিট পেয়েছে। জর্জিয়ার সঙ্গে হেরেও গ্রুপ সেরাই রইল তারা।


You might also like!