Game

1 week ago

T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপ: জয় দিয়ে সুপার এইটে যাত্রা শুরু দক্ষিণ আফ্রিকার

South Africa start their journey to Super Eight with victory
South Africa start their journey to Super Eight with victory

 

অ্যান্টিগা, ২০ জুন : অ্যান্টিগায় বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১৮ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। ১৯৪ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে তারা ১৭৬ রানে অলআউট করে।

প্রোটিয়াদের হয়ে বড় রান করেন ডি কক, ৪০ বলে ৭৪ রান। আর ম্যাচ সেরার পুরস্কার জেতেন এই কিপার-ব্যাটসম্যান। অধিনায়ক মারক্রামের ব্যাট থেকে আসে ৪৬ রান, ক্লসেন করেন ৩৬।

লক্ষ্য তাড়ায় ৭৬ রানে ৫ উইকেট হারানো যুক্তরাষ্ট্রকে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে টানেন হাউস।তিনি পাঁচটি করে ছক্কা-চারে ৪৭ বলে ৮০ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে হারমিত সিংয়ের ৯১ রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখে ছিল দলটি। কিন্তু শেষ দুই ওভারে ২৮ রানের সমীকরণে কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়ার দুর্দান্ত বোলিংয়ে জয় থেকে বঞ্চিত হয় তারা ।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৯৪/৪ (ডি কক ৭৪, মারক্রাম ৪৬, ক্লসেন ৩৬*, স্টাবস ২০*; নেত্রাভালকার ৪-০-২১-২)

যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১৭৬/৬ (টেইলর ২৪, হাউস ৮০*, ইয়ানসেন ৩-০-৩২-০, রাবাদা ৪-০-১৮-৩)

ফল: দক্ষিণ আফ্রিকা ১৮ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: কুইন্টন ডি কক।


You might also like!