Game

4 days ago

Copa America: কোপা আমেরিকা: চিলিকে হারিয়ে শেষ আটে চলে গেল আর্জেন্টিনা

Copa America: Argentina beat Chile to reach the last eight
Copa America: Argentina beat Chile to reach the last eight

 

নিউ জার্সি, ২৬ জুন: দুই অর্ধেই অনেক আক্রমণ করল আর্জেন্টিনা। কিন্তু চিলির প্রবল প্রতিরোধের সামনে গোল করতে পারছিল না আর্জেন্টিনা। মেসি-আলভারেসদের একের পর এক আক্রমণ মুখ থুবড়ে পড়ছিল চিলির রক্ষণ ভাগের দেওয়ালে।শেষ পর্যন্ত গোলের দেখা মিলল ৮৮ মিনিটে। কাঙ্ক্ষিত গোলটি এনে দিলেন লাউতারো মার্তিনেস। আর এই গোলে কোপা আমেরিকার শেষ আটে পৌঁছে গেল শিরোপাধারী আর্জেন্টিনা।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ভারতীয় সময় বুধবার সকালের ম‍্যাচে ১-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল।

ম্যাচে ৬১ শতাংশ বল দখলে রেখে গোলের জন‍্য ২২ শট নেয় আর্জেন্টিনা, এর মধ্যে নয়টি শট ছিল লক্ষ‍্যে। আর চিলি শট নিতে পেরেছে কেবল তিনটি, অবশ‍্য তিনটিতে চমৎকার সেভ করেন আর্জেন্টাইন গোল রক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

২০১৬ সালের ফাইনালে ট্রাইবেকারে চিলির কাছে হেরেছিল আর্জেন্টিনা। বুধবার মধুর প্রতিশোধ নিল।

এই টানা ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্কালোনির দল। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কানাডা। ১ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে চিলি ও পেরু।

You might also like!